নবান্নকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের, ফিরিয়ে নেওয়া হচ্ছে বাংলার ৬১ বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের কেন্দ্রীয় নিরাপত্তা (security) পেয়েছিলেন বিজেপি (bjp) প্রার্থীরা। কিন্তু তারপর ফলাফল প্রকাশ্যের পর শুধুমাত্র জয়ী বিধায়কদের দেওয়া হয়েছিল সেই নিরাপত্তা। তবে তা মাসখানেকের জন্য রাখার কথা থাকলেও, ভোট পরবর্তীতে বাংলার উত্তপ্ত পরিস্থিতির কারণে, বিধায়কদের দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তার সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্র।

সূত্রের খবর, বিজেপি বিধায়কদের থেকে এবার এই নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই কারণে ইতিমধ্যেই অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে এক চিঠি পাঠানো হয়েছে নবান্নে। যেখানে বলা হয়েছে, এবার থেকে যেন রাজ্য সরকার, এই বিজেপি বিধায়কদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে।

crpf 7

তবে জানা গিয়েছে, বাংলায় বিজেপির মোট ৭১ জন বিধায়কের মধ্যে থেকে কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬১ জনের থেকে। আর বাকি ১০ জন বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা এখনও প্রত্যাহার করা হচ্ছে না। সেই তালিকায় রয়েছেন, শুভেন্দু অধিকারীর মত কিছু হেভিওয়েট নেতৃত্বরা।

কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নিলেও, বিধায়করা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়বেন না। এবার থেকে তাঁদের নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্যের উপর। নির্বাচনের মিটে যাওয়ার এক মাস পর বিধায়কদের থেকে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার কথা থাকলেও, সেই সময় বাংলার ভয়ংকর পরিস্থিতির কথা বিবেচনা করে, তাঁদের নিরাপত্তার মেয়াদ আরও কিছুদিন বাড়ানো হয়। তবে বর্তমানে বাংলার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

তারউপর কেন্দ্র সরকার এই সময় মনে করছে, বাংলার এই ৬১ জন বিজেপি বিধায়ককে নিরাপত্তা দেওয়ার থেকে, অন্যদিকে এই জওয়ানদের মোতায়েন করা বেশি গুরুত্বপূর্ণ। সেইকারণে পরিস্থিতির গুরুত্ব বিচার করেও, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই না সরিয়ে নিলেও, খুব শীঘ্রই বিজেপি বিধায়কদের থেকে এই কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নেওয়া হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর