ফের চাপ বাড়ল পন্থের! পন্থের বিকল্প হিসাবে তিন উইকেট কিপারের নাম জানিয়ে দিলেন প্রধান নির্বাচক।

এই মুহূর্তে ধোনির বিকল্প হিসাবে ভারতীয় ক্রিকেট দলে ঋষভ পন্থের নাম উঠে এলেও বেশ কয়েক মাস ধরে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না ঋষভ পন্থকে। এই ঋষভ পন্থই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে যে সুন্দর ব্যাটিং করেছিল এখন তার ধারেকাছেও নেই তিনি। সবচেয়ে বড় ব্যাপার রান না পাওয়া মানা যায়, কিন্তু ঋষভ পন্থ যেভাবে একের পর এক ম্যাচে ভুলভাল শট খেলে নিজের উইকেটটা দিয়ে আসছেন সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রী শট সিলেকশন নিয়ে ঋষভ পন্থকে রীতিমতো ধমক দিয়েছেন। আর এবার চাপে থাকা ঋষভ পন্থের উপর ফের চাপ বাড়লো প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের একটি মন্তব্যে।

এইদিন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিলেন যেভাবে পন্থ একের পর এক ম্যাচে রান না পেয়ে আউট হচ্ছেন তাতে ইতিমধ্যেই পন্থের বিকল্প হিসাবে খোঁজ পেয়ে গিয়েছেন তিন জন তরুণ উইকেটরক্ষকের। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কে এস ভরত ইতিমধ্যেই ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এছাড়াও সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের মত প্রতিভাবান উইকেট কিপার ব্যাটসম্যান তাদের নজরে রয়েছেন।

rishabh pant 2 4466411 355x233 m

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগে দারুন পারফরম্যান্স করে আসছেন ঝাড়খণ্ডের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান। ঘরোয়া লিগে ঈশানের সর্বোচ্চ স্কোর 273। এছাড়াও এই মুহুর্তে আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করার দৌলতে মোটামুটি সবার কাছেই খুব চেনা মুখ হয়ে উঠেছে কেরলের সঞ্জু স্যামসন। আইপিএলে ধারাবাহিক ভাবে ভালো খেলার জন্য ইন্ডিয়া টিমের দরজা তার জন্য প্রায় খোলা। অন্যদিকে রয়েছে বিশাখাপত্তনমের 25 বছর বয়সী ব্যাটসম্যান কেএস ভরতে সর্বোচ্চ স্কোর 308। আর এইজনের পারফরম্যান্স দেখেই নির্বাচক প্রধান জানিয়ে রেখেছেন এরাই হল ভারতীয় দলে জায়গা পাওয়ার প্রবল দাবিদার।

অপরদিকে টেষ্ট ক্রিকেটে 35 বছর বয়সী বাংলার ঋদ্ধিমান সাহা নিঃশ্বাস ফেলছেন পন্থের ঘাড়ের উপর। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছেন সাহা। ফলে সাউথ আফ্রিকার সাথে টেষ্ট সিরিজে পন্থকে সরিয়ে যদি সাহাকে নেওয়া হয় তাহলে খুব একটা অবাক হবেন না কেউই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর