দেশজুড়ে চলা কয়লার সংকট কবে কাটবে, রাজ্যগুলোকে জানিয়ে দিল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে খুশির খবর শোনাল কেন্দ্র সরকার। হবে না অন্ধকার, সমাধান হয়ে গিয়েছে কয়লা (Coal) সমস্যার। কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী জানালেন, ‘শেষ দুমাসে অনেক বেশি কয়লা উত্তোলন করা হয়েছে। যার ফলে আগামী তিন-চার দিনের মধ্যেই সমস্ত সমস্যা কেটে যাবে’।

সম্প্রতি ভারতে মাত্র ৪ দিনের কয়লা অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রালয় অনুযায়ী, তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে কয়লার স্টক খুব কম রয়েছে। সেই কারণেই পুজোয় অন্ধকার হয়ে যেতে পারে বেশকিছু এলাকা, এমনটা জানা গিয়েছিল। এবার মিটে গেল সমস্ত সমস্যা।

Coal Scam Copy

এবিষয়ে কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ‘গত কয়েকবছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে শেষ দুমাসে ভারতে সবথেকে বেশি হয়েছে কয়লার উত্তোলন ও বণ্টন। এই সমস্যা আগামী ৩-৪ দিনের মধ্যেই মিটে যাবে’।

আরও জানা গিয়েছে, এই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে, যারা এই বিষয়টা সম্পূর্ণ খতিয়ে দেখবে। পাশাপাশি কয়লা মন্ত্রক ও কোল ইন্ডিয়ার পক্ষ থেকে কয়লার পরিমাণ বৃদ্ধি করার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কয়লা বন্টনে সংকট দেখা দেওয়ার কারণ হিসেবে ৪ টি কারণ তুলে ধরেছে কেন্দ্র সরকার। এক, অর্থনীতির পুনরুত্থান হওয়ার ফলে ভারতে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দুই, আমদানি করা কয়লার দাম বৃদ্ধি পাওয়া। তিন, প্রচুর পরিমানে বৃষ্টির কারণে খনিতে জল ঢুকে যাওয়া। চার, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কয়লা সংস্থার কাছে প্রচুর বকেয়া অর্থ থেকে যাওয়া।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর