আজব কান্ড ঘটিয়ে পুরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকেই বাদ পড়ে গেলেন এই ক্রিকেটার।

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যেই আগামী 18 ই আগস্ট থেকে শুরু হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। যখন সমস্ত সমস্যা কাটিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা বাইশ গজে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলো সেই সময় একটি আজব কান্ড ঘটিয়ে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে হল ক্যারিবিয়ান অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেনকে। না কোন করোনা উপসর্গ নয়, কোন চোট সমস্যা নয়, শুধুমাত্র সময় মতো বিমান ধরতে না পারার কারণে ফ্যাবিয়ান অ্যালেনকে পুরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দিয়ে দেওয়া হল।

টুর্নামেন্ট আয়োজকরা টুর্নামেন্ট শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই ম্যাচ অফিশিয়াল, ক্রিকেটার সহ সমস্ত সাপোর্ট স্টাফদের ত্রিনিদাদ ও টোবাগোতে উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ছিল। ক্যারিবিয়ান ক্রিকেটারদের জামাইকা ও বার্বাডোজ হয়ে টুর্নামেন্টের ভ্যেনু ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছানোর কথা ছিল।

17181295413bb85aee23a5479337fab817dcad909c929494c5237a8c1e660859bc6b6563f

প্রথমে জামাইকা থেকে সবাইকে বার্বাডোজ নিয়ে যাওয়া হত। তারপর সেখান থেকে চাটার্ড ফ্রাইটে সমস্ত ক্রিকেটার, সাপোটিং স্টাফদের ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দেরি করে জামাইকা বিমানবন্দরে পৌঁছানোর কারণে ফ্লাইট মিস করেন ফ্যাবিয়ান অ্যালেন। ফ্যাবিয়ান অ্যালেনের ম্যানেজার জানিয়েছেন পুরো পরিকল্পনাটি আমাদের বুঝতে সমস্যা হয়েছিল। এই কারণে আমরা সঠিক সময়ে বিমান বন্দরে পৌঁছাতে পারিনি। তাই আমাদের বিমান মিস হয়েছে। বিমান মিস করার কারণে পুরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকেই কার্যত বাদ পড়ে গেলেন ফাবিয়ান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর