করদাতাদের জন্য সুখবর! এবার অর্থমন্ত্রীর ঘোষণায় মিলল আয়করে বড়সড় ছাড়ের ইঙ্গিত

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক উপার্জনশীল ব্যক্তির কাছেই আয়কর (Income Tax) হল একটি গুরুত্বপূর্ণ কর। তবে, এবার এই করের ক্ষেত্রেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) একটি বড়সড় পরিবর্তন আনতে চলেছেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি একজন করদাতা হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি যে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে সরকার। এমতাবস্থায়, ওই বাজেটেই করের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে। এমনিতেই বর্তমান সময়ে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর ধার্য নেই। তবে আগামী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে।

যার ফলে স্বাভাবিকভাবেই এহেন পরিবর্তনের পরে, আপনার আয় যদি পাঁচ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনি কর দেওয়ার বিষয়টি থেকে মুক্ত হতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে শেষবারের মত আয়কর সীমায় পরিবর্তন নিয়ে আসা হয়। তখন দু’লক্ষ টাকা থেকে বাড়িয়ে এই সীমা আড়াই লক্ষ টাকা করা হয়েছিল। তবে, এবার তা একলাফে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা চলছে।

এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই কর সংক্রান্ত পরামর্শ চেয়েছিলেন। পাশাপাশি, নতুন কর ব্যবস্থার সামগ্রিক উন্নতির জন্য কতটা সুযোগ রয়েছে সেই প্রসঙ্গেও জানতে চান তিনি। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে নতুন এবং পুরোনো উভয় কর ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসতে পারে সরকার।

fm nirmala sitharaman express archieve 1200

আর মাত্র ১৩ মাস পর নির্বাচন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মোদী সরকারের তরফে ২০২৩ সালে তার দ্বিতীয় মেয়াদের পূর্ণ বাজেট পেশ করা হবে। এমতাবস্থায়, ওই বাজেটের প্রায় ১৩ মাস পরেই লোকসভা নির্বাচন হবে। তাই, নির্বাচনকে “পাখির চোখ” করেই সাধারণ মানুষকে বড় স্বস্তি দিতে সরকারের তরফে এহেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর