ভারতের আর কোথাও নয়, কলকাতাতেই চালু হবে প্রথম 5G পরিষেবা! বড় ঘোষণা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয় যে, খুব দ্রুত সারা দেশজুড়ে 5g পরিষেবার ট্রায়াল শুরু হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই সুপারিশ অনুমোদন করা হয় এবং আগামী জুলাই মাসে 5g নিলাম প্রক্রিয়া শুরু করার বিষয়ে মন্তব্য প্রকাশ করা হয়। এই 5g পরিষেবা শুরু করার তালিকায় ভারতের মোট 13 টি শহরের নাম থাকলেও বর্তমানে পাওয়া খবর অনুযায়ী, সর্বপ্রথম এই পরিষেবা শুরু হতে চলেছে কলকাতায়। এছাড়াও অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জামনগর, মুম্বই এবং পুনের মত জায়গাগুলি।

যদিও কোন টেলিকম কোম্পানি কোথায় তাদের 5g পরিষেবা প্রথম শুরু করে, সে বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি। তবে এয়ারটেল কোম্পানির পক্ষ থেকে কলকাতাতে তাদের পরিষেবা প্রথম লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। অপরদিকে এক সূত্রের দাবি, মুম্বইয়ে পরিষেবা শুরু পথে রিলায়েন্স জিও কোম্পানি; তবে এ বিষয়ে আপাতত কোম্পানি তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি।

সম্প্রতি কেন্দ্র সরকারের দ্বারা জানানো হয় যে, আগামী 26 শে জুলাই নিলাম অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ভোডাফোন, রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো কোম্পানিগুলি নিলামে অংশগ্রহণ করতে চলেছে। তবে সর্বপ্রথম কলকাতায় এই পরিষেবা শুরু হলে তা বাংলার জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে বলে মত।

vbhvjvbh

জানা গিয়েছে, 72 গিগাহার্জের চেয়েও বেশি স্পেক্ট্রাম যুক্ত এই পরিষেবা 4g-র চেয়ে প্রায় 10 গুণ দ্রুত গতিতে কাজ করবে এবং এটি 20 বছরের জন্য নিলাম করা হবে। স্বভাবতই এই প্রযুক্তি শুরু হওয়ার মাধ্যমে ভারতীয় টেকনোলজির আরও অগ্রগতি ঘটবে বলে মত বিশেষজ্ঞদের। গতকাল এই প্রসঙ্গে বক্তব্য প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণব। তবে কলকাতায় 5g পরিষেবা শুরু হওয়ার খবর সামনে উঠে আসতেই স্বভাবতই খুশির হাওয়া চারিদিকে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর