মুরুদেশ্বর শিবমূর্তির মাথা কেটে নিজেদের পতাকা ওড়ালো ISIS, ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ছাপা হল সেই ছবি

বাংলাহান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদী সংগঠন ISIS-র ‘ভারত-কেন্দ্রিক অনলাইন প্রচার’ ম্যাগাজিনে সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা দেশ জুড়েই। যেখানে দেখা যাচ্ছে ম্যাগাজিন ‘দ্য ভয়েস অফ হিন্দ’-এর সামনের প্রচ্ছদে কর্ণাটকের মুরুদেশ্বর (Murdeshwar) মন্দিরের ভগবান শিবের মাথার বদলে লাগানো রয়েছে ISIS-র পতাকা লাগানো। যার কারণে ওই এলাকাতেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমান সময় স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে তোলপাড় গোটা দেশ। আংশুল সাক্সেনা নামে এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারীর শেয়ার করা এই ছবি বর্তমানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্ণাটকের মুরুদেশ্বর (Murdeshwar) মন্দিরের ভগবান শিবের মাথার বদলে লাগানো রয়েছে ISIS-র পতাকা লাগানো। এই বিষয় নিয়েই শোরগোল পড়ে গেছে গোটা দেশ জুড়েই। জানা গিয়েছে, এই ছবি জঙ্গি গোষ্ঠী ISIS-র সাপ্তাহিক সংবাদপত্র ‘অল-নিব্বা’য় প্রকাশিত হয়েছিল।

ISIS-র পত্রিকায় এই ছবি প্রকাশের পাশাপাশি একটি ক্যাপশনও লেখা হয়। যেখানে বলা হয়, ‘ইটস টাইম টু কাম টু ব্রেক ফলস গডস’। আর এই বিষয়টা আংশুল সাক্সেনা নেটদুনিয়ায় শেয়ার করতেই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, হিন্দুদেবতা শিবের (shiva) অপর নাম হল মুরুদেশ্বর (Murdeshwar)। আরব সাগরের তীরে অবস্থিত অর্থাৎ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার ভটকল তহশিল এই মুরুদেশ্বর মন্দির এবং শিব মূর্তির জন্য প্রসিদ্ধ। এই শিব মূর্তিটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি হিসেবে পরিচিত।

Murudeshwara Temple Murudeshwara3

কর্ণাটকের উত্তর কন্নড় জেলার মুরুদেশ্বর শহরের সমুদ্র তটে উপস্থিত এই শিবমূর্তি প্রায় ১২৩ ফুট উঁচু। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থ ক্ষেত্র হিসেবে পরিচিত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর