শাসক-বিরোধী তরজা! “সাংসদ তহবিলের টাকা আটকে সুদ নিচ্ছে সরকার”, বিস্ফোরক দিলীপ

বাংলা হান্ট ডেস্ক: রাজনীতির মঞ্চে শাসক-বিরোধী তরজা নতুন কিছু নয়। প্রায় সব জায়গায় তা লক্ষ করা যায়। তবে, এবার উন্নয়ন সংক্রান্ত অভিযোগে বিস্ফোরক দাবি তুললেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি, এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্টও তিনি করেন।

তীব্র কটাক্ষের সুরে ওই পোস্টে তিনি অভিযোগ করেন, “মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় ৭০ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে।” পাশাপাশি, তিনি প্রশ্ন তোলেন যে, “যেই টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে থাকার কারণ কি?”

প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ বা এমকেডিএ ছোট কোনো কাজেরও অনুমতি দিচ্ছে না। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্ষোভ উগড়ে দেন তিনি।

WhatsApp Image 2022 01 09 at 1.50.12 PM

ওই পোস্টে দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, “একদিকে সরকার বলে নাকি টাকা নেই। তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে? নাকি টাকাটা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার।”

এদিকে, সাংসদের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনকি, শাসক-বিরোধী তরজাও শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে, দিলীপ ঘোষের অভিযোগ কার্যত অস্বীকার করেছেন এমকেডিএ’র বর্তমান চেয়ারম্যান দীনেন রায়। পাশাপাশি, মাত্র কয়েকদিন আগেই চেয়ারম্যান হওয়ার কারণে এখনই তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর