বিপ্লবের গড় কাঁপাতে চলেছে অভিষেক, ঐতিহাসিক পদযাত্রা নিয়ে ত্রিপুরায় হুঙ্কার তৃণমূলের

বাংলাহান্ট ডেস্কঃ দুষ্কৃতী হামলা, প্রতিরোধের তোয়াক্কা না করে আবারও ত্রিপুরা সফরের তোড়জোড় করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরায় তৃণমূলের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে, নিজের সম্পূর্ণটা নিঙরে দিচ্ছেন এই মমতাবাহিনীর সেনাপতি।

সূত্রের খবর, আগামী ১৫ ই সেপ্টেম্বর রাজধানী আগরতলায় (Agartala) এক ঐতিহাসিক পদযাত্রার নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু করেছে ত্রিপুরার তৃণমূল বাহিনীরা। এইদিন বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

vjbvbv

জানা গিয়েছে, দুপুর ২ টো থেকে শুরু হবে এক ঐতিহাসিক পদযাত্রা। যেখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে নিজেদের মত করে কাজ শুরু করে দিয়েছে ত্রিপুরার সবুজ শিবির। তৈরি করা হয়েছে নতুন একটি পোস্টার। তবে এইদিনের এই সভায় সেখানকার বেশ কয়েকজন নেতার তৃণমূলে যোগদান করার জল্পনাও শোনা যাচ্ছে।

তৃণমূল সূত্রের খবর, গত ৩ রা সেপ্টেম্বর উত্তরপূর্বের জনপ্রিয় নেত্রী সুস্মিতা দেবের সঙ্গেই ত্রিপুরা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে তৃণমূলকে চাঙ্গা করা তোলাই ছিল মূল লক্ষ্য। কিন্তু ওই দিন সুস্মিতা দেব সেখানে গেলেও, ইডির দিল্লী তলবের কারণে যেতে পারেননি অভিষেক। তাই সফরের দিন পিছিয়ে দেওয়া হয়। আর আগামী ১৫ ই সেপ্টেম্বর রাজধানী আগরতলায় ঐতিহাসিক পদযাত্রায় তাঁর যোগ দেওয়ার বিষয়ে জানা গিয়েছে। আবার, ওই দিনই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে কর্মক্ষেত্রে সঙ্গীন পরিস্থিতি নিয়ে আন্দোলনের জেরে রাজভবন অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরায় বাম যুব সংগঠন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর