লকডাউনের নিয়ম ভঙ্গ করায় আটক করা হল প্রাপ্তন ক্রিকেটারের গাড়ি।

এই মুহূর্তে পুরো বিশ্বকে কার্যত জব্দ করে রেখেছে করোনা ভাইরাস। দীর্ঘদিন লকডাউন থাকার পর এখন দেশের বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় নিয়ম আগের থেকেও অনেক বেশি কড়া করে দেওয়া হয়েছে। এদিকে চেন্নাই পুলিশ লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে আটক করলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবিন সিং এর গাড়ি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিন সিং শনিবার সকালে ইস্ট কোস্ট রোডে গাড়ি চালাচ্ছিলেন কিন্তু তার কাছে ছিল না কোনো বৈধ ই-পাস। অপরদিকে গাড়ি নিয়ে বেরোনোর জন্য কোনো জরুরিকালীন কারণও ছিল না রবিন সিংয়ের কাছে। নিজের বাড়ি থেকে দু’ কিলোমিটার দূরে শাক সবজি কিনতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রবিন সিং। শুধুমাত্র এই কারনে গাড়ি নিয়ে এতদূর যাওয়ার জন্য তাকে আটক করে পুলিশ।

1598006982ba1a54fd8a7ee6bebfdf320b8f3e597f69a110fcc1fd4e469c009556d170bb2

পুলিশ আধিকারিক সূত্রে জানানো হয়েছে, চেন্নাইয়ে 19 শে জুন থেকে 12 দিনের কড়া লকডাউন জারি করা হয়েছে। চেন্নাই পুলিশ কমিশনার এ. কে বিশ্বনাথন সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন কেও যাতে দুই কিলোমিটারের বেশি দূরে না যায় প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটার জন্য। কিন্তু তার সত্ত্বেও রবিন সিং গাড়ি নিয়ে বেরোনোয় তাকে আটক করে পুলিশ কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে রবিন সিংকে আটক করলেও তার ব্যবহার ছিল খুবই ভালো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর