বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার এখন রাস্তায় বসে সবব্জি বিক্রি করছেন

বাংলাহান্ট ডেস্কঃ 20 ই মার্চ 2018 দৃষ্টিশক্তিহীন ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে 308 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান। সেই সময়ে অনেকেই ভেবেছিলেন আর হয়তো ভারতের বিশ্বকাপ জেতা হল না। কিন্তু না সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত, আর ভারতের সেই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল নরেশ তুম্বার।

দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানের হাত থেকে ম্যাচ বের করে আনেন নরেশ তুম্বা এবং ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ দেন। এখনো সেই দিনের কথা মনে পড়লে দুচোখে জল চলে আসে নরেশের। তারপর কত সম্মান, কত অভ্যর্থনা, কত সংবর্ধনা পেয়েছিলেন তিনি। তবে সেই সমস্ত কিছু ক্ষনিকের জন্য, তারপর আর কেউ ফিরেও তাকান নি বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটারের দিকে।

91864527b52968ba0c7ab5521882a449cef76288a3f5d8b1a08b94e6d5b2f3587adb8d6d

দেশকে বিশ্বকাপ জেতানোর মাত্র দু’বছরের মধ্যেই তাঁর অবদান ভুলে গিয়েছে সকলে। এই মুহূর্তে তার খুবই অভাবের সংসার, আর অভাবের সংসার চালাতে ক্রিকেট ছেড়ে এখন রাস্তার ধারে সবব্জি বিক্রি করছেন এই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেক মানুষ, আর তেমনই ভাগ্যের পরিহাসে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারকে এই মুহূর্তে সংসার চালানোর জন্য রাস্তার ধারে বসে সবব্জি বিক্রি করতে হয়। নরেশ তুম্বা অভিমানের সুরে বলেছেন, ধোনি, কপিল দেবের মত ক্রিকেটাররা যখন বিশ্বকাপ জেতে তখন তাদের নাম, যশ, খ্যাতি, টাকা-পয়সা কোন কিছুরই অভাব হয় না কিন্তু শুধুমাত্র একজন দৃষ্টিহীন ক্রিকেটার বলেই আমার প্রতি এমন অবিচার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর