বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল প্রত্যেকটি আইসিসি টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে: ব্রায়ান লারা।

ফের ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা। ব্রায়ান লারা মতে বিরাট কোহলির নেতৃত্বে এই ভারতীয় দল যেকোনো আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে।

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শেষবার 2013 সালে আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তারপর ভালো পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রত্যেকটি আইসিসির টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করেছে ভারতীয় দল। 2016 সালে টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমি ফাইনালে উঠে, তারপর 2017 সালে চ্যাম্পিয়নন্স ট্রফির ফাইনালে উঠে, আর গত বছর 2019 সালে ইংল্যান্ডে 50 ওভারের বিশ্বকাপে সেমি ফাইনালে হারতে হয় ভারত কে। আর এবার এই বছরের শেষের দিকে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে।

819218817a66f4e9aad21d35110a2785f4e5e018

লারা মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার বিরাট কোহলির ভারত। এই প্রসঙ্গে লারা আরও বলেন লারা বলেন ভারতীয় দল যে টুর্নামেন্টই খেলুক না কেন সেটাই জেতার ক্ষমতা রাখে। সেই সাথে লারা বলেন আমি মনে করি যে কোনো আইসিসি টুর্নামেন্টে প্রত্যেক দল চাই ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে সেটা কোয়াটার ফাইনাল হোক কিংবা সেমি ফাইনাল হোক কিংবা ফাইনাল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর