করোনার আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য আইপিএল প্রয়োজন, বললেন শিখর ধাওয়ান।

সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতবর্ষেও করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত আইপিএল হবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান আইপিএল হাওয়া নিয়ে বেশ আশাবাদী। শিখর ধাওয়ান মনে করছেন এই মুহূর্তে বিশ্বজুড়ে যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে সেই আতঙ্ক কাটানোর জন্য আইপিএল হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

করোনা ভাইরাসের জন্য যদি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয় তাহলে সেই সময়টায় আইপিএল হওয়া নিয়ে জল্পনা চলছে। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে শ্রীলংকা অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চ্যাটিং করার সময় ধাওয়ান বলেন এই মুহূর্তে বিশ্বজুড়ে যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে আতঙ্কে রয়েছেন মানুষজন। আর এই আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য আইপিএল হওয়া খুবই প্রয়োজন। তিনি মনে করেন বিশ্বজুড়ে করোনা আতঙ্ক কেটে যাওয়ার পর যদি আইপিএল হয় তাহলে সেটা মানুষের জন্য খুবই উপকার হবে।

2666248410b5f2e1831627dac575e5c72e7542797718b6cc2de71f83b5ffa4d8093423cc0

এই বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 29 শে মার্চ। কিন্তু সেই সময় দেশজুড়ে প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়াই সেটি পিছিয়ে 15 ই এপ্রিল করে দেওয়া হয়। কিন্তু তারপরে দেশজুড়ে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করে, সেই কারণে বিসিসিআই
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে আইপিএল। এই মুহূর্তে দেশজুড়ে চলছে চতুর্থ দফায় লকডাউন কিন্তু তার সত্বেও দিনের পর দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর