বাংলাদেশের অশান্তির আঁচ ত্রিপুরাতেও, কালী মন্দিরে ভাঙচুরের পর সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ তীব্র উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে ত্রিপুরায় (tripura)। একদিকে ত্রিপুরার কালী মন্দিরে (kali temple) ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অন্যদিকে এবিভিপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এনএসইউআই ও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, ত্রিপুরার উনাকোটি জেলার লক্ষ্মীপুর ও কৈলাশহর এলাকা থেকে দুটি ঝামেলার খবর প্রকাশ্যে আসে। একটি জায়গায় অর্থাৎ লক্ষ্মীপুরে একটি কালী মন্দিরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা হামলার খবর প্রকাশ্যে আসায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার বিষয়ে প্রকাশে এসেছে। জানা গিয়েছে, মন্দিরের প্রতিমাও ভেঙে দেওয়া হয়।

অন্যদিকে, কৈলাশহরে এক এবিভিপি নেতার উপর হামলা করা হয়। এর এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে এনএসইউআই ও তৃণমূল ছাত্র পরিষদের দিকে। এই বিষয়ে উনাকোটির জেলাশাসক ইউ কে চাকমা জানান, ইতিমধ্যেই এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সেজন্য উত্তপ্ত এলাকা জারি করা হয়েছে ১৪৪ ধারা।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার বিষয় নিয়ে তোলপাড়া শুরু হয়েছিল গোটা দেশে। অষ্টমীর দিন দুর্গা মন্ডপে কোরান রাখার বিষয়কে কেন্দ্র করে ওঠা ঝড়ে ভাঙচুর চালানো হয় বেশকিছু হিন্দু মন্দির এবং দেবতার মূর্তিতেও। এই ঘটনায় মূল অভিযুক্ত যিনি দুর্গা মন্ডপে কোরান রেখেছিলেন, ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে এই হিংসার ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর