‘কেরালা স্টোরি দেখার পর নিজেই ক্ষমা চেয়েছেন’, বিষ্ফোরক পরিচালক সুদীপ্ত সেন

বাংলাহান্ট ডেস্ক: সিনেমা নিয়ে বিতর্ক নতুন নয়। অনেক বছর ধরেই ছোট বড় বাজেটের ছবি বিতর্কের মুখে পড়েছে। কিছু ছবি নিষিদ্ধও করা হয়েছে। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি।বহু বিতর্কের মাঝেই সুপারহিট হওয়ার দিকে এগোচ্ছে এই ছবি। নিন্দুকদের প্রতিক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন কলাকুশলীরা।

পরিচালক সুদীপ্ত সেন জানান, ছবিটি নিয়ে প্রথম থেকেই বিতর্ক হচ্ছে। দ্য কেরালা স্টোরির টিজার বেরোনোর পরেই এক ব্যক্তি সমানে ছবির সহ প্রযোজককে মেসেজ করতেন। খুনের হুমকি দেওয়া হত তাঁকে। কিন্তু অদ্ভূত ভাবে ছবিটি দেখার পরেই তার মত বদলায়। নিজেই সহ প্রযোজককে মেসেজ করে ক্ষমা চায় ওই ব্যক্তি।

mamata kerala

পরিচালক নিজেও অনেক গালাগালি শুনেছেন। আবার তারাই ছবিটি দেখার পর বলেছেন, তারা যা করেছেন ভুল করেছেন। পরিচালকের কথায়, ছবিটি যারা এখনো পর্যন্ত দেখেননি তারাই ছবি বয়কট করছেন। তাদের প্রতি পরিচালকের আর্জি , আগে ছবিটা দেখুন ।

প্রসঙ্গত, দ্য কেরালা স্টোরি তে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। সোশ্যাল মিডিয়ায় ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে।

অনেকেই লিখেছেন, এই ধরণের সত্য ঘটনা সকলের জানার খুবই দরকার। একজন এমনও দাবি করেছেন, ওই হারিয়ে যাওয়া মেয়েদের মধ্যে একজনকে তিনি চিনতেন। তাকেও একই ভাবে ‘মগজধোলাই’ করে ধর্মান্তরিত করা হয়েছিল। নাবালিকা হওয়ায় বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলেও সে হিন্দু ধর্ম সম্পর্কে লাগাতার খারাপ কথা বলত। পরে তারও জায়গা হয় ISIS-এ। ইতিমধ্যেই ৫০ কোটির বেশি তুলে ফেলেছে দ্য কেরালা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর