নিষিদ্ধ করেই ফাঁসলেন! মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালকের

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে ফের নিষিদ্ধ সিনেমা। এবার কোপ পড়ল সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) ঘাড়ে। রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতে পারে, এমনি কারণ দর্শিয়ে বাংলায় নিষিদ্ধ করা হল ছবিটি। রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ থেকে দ্য কেরালা স্টোরিকে সরিয়ে নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানালেন পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen)।

বাঙালি পরিচালকের ছবি ঠাঁই পেল না বাংলাতেই। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ বলেন, আইনি পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। সুদীপ্ত সেনের কথায়, ছবিটি সেন্সর বোর্ডে পাশ হয়েছে। সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ রয়েছে, ছবিটির প্রদর্শনী বন্ধ করা যাবে না। তাই নিষিদ্ধ শব্দটাই ভুল বলে মন্তব্য করেন পরিচালক।

kerala story

মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ‘অবৈধ’ বলে দাবি করে সুদীপ্ত সেন বলেন, সেন্সর বোর্ডে পাশ হওয়া এবং সুপ্রিম কোর্টের নির্দেশ প্রাপ্ত ছবির প্রদর্শনী বন্ধ করার আইন আছে কিনা তিনি জানেন না। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আইনের দ্বারস্থ হবেন।

প্রসঙ্গত, সোমবার নবান্নে একসঙ্গে দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরির উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কাশ্মীর ফাইলসের নাম নিয়ে তিনি দাবি করেন, সমাজের এক অংশকে হেনস্থা করতেই তৈরি হয়েছিল ছবিটি। দ্য কেরালা স্টোরির গল্পও ‘বিকৃত’ বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি সিপিএমকে সমর্থন করছেন না। এর বিরোধিতা ওই পার্টিরই করা উচিত ছিল। কিন্তু তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এই কারণেই বিকৃত তথ্য দিয়ে কেরালা স্টোরি তৈরি হচ্ছে। নাম না করে কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কিছুদিন আগে বিজেপির অনুদানে কিছু তারকা বাংলায় এসে বিকৃত গল্প নিয়ে বেঙ্গল ফাইলস বানানোর কথা বলেছে। বিজেপিকে টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা শান্তিপূর্ণ রাজ্য। এখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। বিজেপি ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে। হিংসা ছড়ানো থেকে রুখতে সমস্ত হলেই দ্য কেরালা স্টোরি দেখানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর