বাংলার পর এবার বিলেত, ব্রিটেনেও সিনেমা হলে বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন! চমকে দেবে কারণ

বাংলাহান্ট ডেস্ক: সিনে মহল জুড়ে এখন শুধু একটা ছবিরই নাম, ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। দশ দিন হল মুক্তি পেয়েছে ছবিটি। আর এই দশ দিন ধরে হিন্দি বক্স অফিসে রাজত্ব চলেছে শুধু এই একটি ছবিরই। নয় দিনেই ১০০ কোটি পেরিয়ে গিয়েছে কেরালা স্টোরির ব্যবসা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সব ছবিকেই ছাপিয়ে গিয়েছে পরিচালক সুদীপ্ত সেনের ছবিটি।

একদিকে যেমন বক্স অফিসে লক্ষ্মীলাভ হচ্ছে, তেমনি অন্যদিকে চিত্রটা আবার ভিন্ন। কেরালা স্টোরির বিষয়বস্তু নিয়ে বিতর্ক তুঙ্গে প্রথম থেকেই তামিলনাড়ুর সিনেমা হলে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। এবার একই ছবি দেখা গেল বিদেশেও।

kerala story usa

ব্রিটেনেও সিনেমা হলগুলিতে বন্ধ ছবির প্রদর্শনী। আগে ভারতে মুক্তি পাওয়ার পর এবং ব্যবসায় ব্যাপক সাফল্য দেখার পর কিছুদিন আগেই বাইরের একাধিক দেশে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। ছবিটি দেখার জন্য অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। তাদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে।

ব্যাপারটা কী? আসলে ব্রিটেনে পিছিয়ে দেওয়া হয়েছে দ্য কেরালা স্টোরির মুক্তি। কারণ ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এখনো ছবিটির বয়সের শংসাপত্র দেয়নি। তাই আগাম টিকিট ক্রেতাদের কাছে ইমেল মারফত ক্ষমা চেয়ে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। সার্টিফিকেশন এসে গেলে অবশ্য হলে ছবির প্রদর্শনী শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, দ্য কেরালা স্টোরি ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। আদা বলেন, সন্ত্রাসবাদের এই গল্প ভয়ঙ্কর। কিন্তু কাউকে না কাউকে তো বলতেই হত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর