নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদল! ঘোষণাপত্রে গুজরাটিদের বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্ক : সামনেই নির্বাচন। গুজরাটে (Gujarat) ক্ষমতায় আসতে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে কংগ্রেস (Congress)। যা নিয়ে রীতিমত শোরগোল পরে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এদিন কংগ্রেস দাবি করে তারা যদি গুজরাটে ক্ষমতায় আসে তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলে ফেলবে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম যা নিয়ে দেশজুড়ে চর্চা চলেছিল একসময় সেই নাম বদল করার প্রতিশ্রুতি যে চমকপ্রদ তা এক বাক্যে স্বীকার করেছেন সকলে।

গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ইস্তেহার প্রকাশ করেছে। প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন দল সরকার গঠন করলে কংগ্রেস প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারী দলিল হিসাবে নির্বাচনী ইশ্তেহার গ্রহণ করবে। আর কংগ্রেসের এই ইস্তেহারের মধ্যেই রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন। যে স্টেডিয়াম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুধু তাই নয় কংগ্রেসের প্রকাশ করা ইস্তেহারে রয়েছে আরও একধিক চমক। বলা হয়েছে গুজরাটে কংগ্রেস ক্ষমতায় এলে সমস্ত গুজরাটিদের জন্য রাজ্যে ১০ লক্ষ চাকরি তৈরি করা হবে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হবে, রাজ্যের প্রতিটি একাকী, বিধবা এবং বয়স্ক মহিলাকে প্রতি মাসে ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। দল দলটি জানিয়েছে যে নতুন সরকার গঠিত হলে সরকার রাজ্যে ৩০০০টি ইংরেজি মাধ্যমের স্কুল খোলা হবে। রাজ্যে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

ইস্তেহার প্রকাশের সময়ই সীমাহীন দুর্নীতির জন্য গুজরাটের বর্তমান বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে গেহলট বলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে গত ২৭ বছরের দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি এদিন আরও জানান সমস্ত গুজরাতিদের সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ৫ লক্ষ পর্যন্ত ওষুধের দাম দাম দেওয়া হবে। এছাড়াও কংগ্রেস রাজ্যে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তাঁদের পরিবারকে যারা করোনার কারণে তাঁদের কাছের মানুষকে হারিয়েছেন। দুই ধাপে অনুষ্ঠিত গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই একাধিক এই বড় প্রতিশ্রুতি রাজ্যবাসীর মনে আদও প্রভাব ফেলতে পারে কিনা সেই উত্তর মিলবে ৮ ডিসেম্বর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর