বাজেটের আবহেই জারি হল পেট্রোল-ডিজেল ও LPG-র নতুন দাম! জানুন কতটা ঘটল পরিবর্তন

বাংলা হান্ট ডেস্ক: ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পেশ হচ্ছে বহুপ্রতিক্ষিত বাজেট (Budget)। সকলেরই চোখ আজ সেই দিকেই রয়েছে। তবে, ওই আবহেই এবার পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) দামও প্রকাশ করল তেল সংস্থাগুলি। এমন পরিস্থিতিতে জাতীয় স্তরে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দাম একই রয়েছে।

এই প্রসঙ্গে সর্বশেষ তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দাম আবারও ৮৫ ডলারের নিচে নেমে এসেছে। পাশাপাশি, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৮৪.৪৯ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেলে প্রায় ৭৯.২২ ডলারে দাঁড়িয়ে রয়েছে। উল্লেখ্য যে, কিছুদিন আগেও, অপরিশোধিত তেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী হয়ে ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে পৌঁছে গিয়েছিল।

দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম: দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৭২ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা। এদিকে, কলকাতায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.০৩ টাকায় এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪ ২৭ টাকা। এছাড়াও, চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম হল ১০২.৬৩ টাকা এবং প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৯৪.২৪ টাকায়।

দেশের অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম:
১. গুরুগ্রামে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯৭.১৮ টাকা এবং ৯০.০৫ টাকা।
২. নয়ডায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৫৮ টাকায় এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা।
৩. লখনউতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৫৭ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৭৬ টাকা।
৪. পাটনায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ১০৭.২৪ টাকা এবং ৯৪.০৪ টাকা।
৫. জয়পুরে ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৮.৫৪ টাকায় এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.৭৭ টাকা।
৬. হায়দ্রাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৭.৮২ টাকায়।

petrol diesel lpg

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, LPG-র দামেও কোনো পরিবর্তন হয়নি। সাধারণত প্রতি মাসের শুরুতে সরকার LPG-র দামে পরিবর্তন আনলেও এবার ওই দামে কোনো পরিবর্তন করা হয়নি। এমতাবস্থায়, একটি ১৪.২ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দাম দিল্লিতে হল ১,০৫৩ টাকা, কলকাতায় ১,০৭৯ টাকা, মুম্বাইতে ১,০৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ১০৬৮.৫০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর