বিনা টিকিতেই চলছিল সফর! TTE-র হাতে “ধরা” পড়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পুলিশের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের সমাজে আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের হাতে থাকে তাঁরা হলেন পুলিশকর্মী (Police)। প্রতিটি অপরাধকে নিয়ন্ত্রণ করাই তাঁদের মূল লক্ষ্য থাকে। তবে, মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা সামনে আসে যেখানে রীতিমতো প্রশ্নের মুখে পড়ে যায় খোদ পুলিশের ভূমিকাই। পাশাপাশি, তাঁরা সম্মুখীন হন কড়া সমালোচনারও। সেই রেশ বজায় রেখেই বর্তমানে ঠিক ওইরকম এক ঘটনা সামনে এসেছে।

এমনিতেই আমরা সবাই জানি, যেকোনো গণপরিবহণে টিকিট ছাড়া ভ্রমণ অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, ট্রেনে সফরকালেও এই বিষয়টিতে কড়া নজর দেওয়া হয়। শুধু তাই নয়, কোনো যাত্রী বিনা টিকিটে ভ্রমণরত অবস্থায় ধরা পড়লে নিয়ম অনুযায়ী তাঁর জরিমানা করেন কর্তব্যরত TTE। কিন্তু এবার টিকিট ছাড়াই ট্রেনে সফর করতে গিয়ে TTE-র হাতে “ধরা” পড়লেন স্বয়ং পুলিশকর্মীরাই।

শুধু তাই নয়, কর্তব্যরত TTE তাঁদের কাছ থেকে টিকিট দেখতে চাইলে পুলিশকর্মীরা তুমুল তর্ক শুরু করে দেন। এদিকে, ওই কামরায় উপস্থিত অন্যান্য যাত্রীরা এই ঘটনার ভিডিও করতে থাকেন। যা ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি, ওই ভিডিও তুমুল ভাইরাল হতেও শুরু করেছে। এদিকে, অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, একটা সময়ে পুলিশকর্মীর সাথে হাতাহাতিও বেঁধে যায় কর্তব্যরত বৃদ্ধ TTE-র।

তবে, এখানেই থেমে থাকেনি ঘটনা। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রাগের মাথায় এক পুলিশকর্মী ওই বৃদ্ধ TTE-কে ট্রেন থেকে নামিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিতে থাকেন। এমতাবস্থায়, TTE বারংবার বাকি যাত্রীদের এই ঘটনাটির ভিডিও করতে বলেন। জানা গিয়েছে, পুলিশকর্মীদের টিকিট চাওয়া হলে তাঁরা টিকিট দেখাতে রাজি হননি। আর তারপরেই শুরু হয়ে যায় তর্ক।

তাঁদের পুরো কথোপকথন সামনে এসেছে ভাইরাল ভিডিওর মাধ্যমে। যেখানে TTE-কে বলতে শোনা গেছে যে তিনি তাঁর কাজটুকু করছেন। যদিও, কোনো কথাই শুনতে রাজি ছিলেন না সেখানে থাকা পুলিশকর্মীরা। তাঁদের মধ্যে একজন আবার হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এমনকি, উভয়পক্ষ থেকেই শুরু হয়ে যায় বাপবাপান্তও। যদিও, এই পুরো ভিডিওতে ওই বৃদ্ধ TTE যেভাবে তাঁর কর্তব্যকে প্রাধান্য দিয়ে ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তা প্রত্যক্ষ করে নেটিজেনরা তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। অপরদিকে, তীব্র সমালোচনার মুখে পড়েন ওই পুলিশকর্মীরা। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর