বাইকে পেট্রোল কম থাকায় চালান কাটল পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন হতবাক চালক

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি কিংবা বাইক নিয়ে রাস্তায় বেরোলেই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশনের কাগজ সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সাথে রাখতে হয়। এছাড়াও, গাড়ির ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিটবেল্ট এবং বাইক আরোহীদের ক্ষেত্রে হেলমেটও পরতে হয়। এদিকে, প্রায়শই রাস্তায় এইসব জিনিসগুলিকে সঠিকভাবে যাচাই করেন পুলিশরা (Police)। পাশাপাশি, কোনো খুঁত পেলে চালানের (Challan) মাধ্যমে করা হয় জরিমানার ব্যবস্থা।

তবে, সম্প্রতি এমন একটি বিষয় সামনে এসেছে যা জানার পর স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে। মূলত, বাইকে পেট্রোল কম থাকার কারণেও জরিমানার সম্মুখীন হলেন এক ব্যক্তি! হ্যাঁ, শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এমনই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ওই চালানটির ছবিও সোশ্যাল মিডিয়া মারফত সামনে এনেছেন ব্যক্তিটি।

জানা গিয়েছে, কেরালার বেসিল শ্যাম নামের এক ব্যক্তি পর্যাপ্ত জ্বালানি ছাড়াই মোটরসাইকেল চালানোর জন্য সম্প্রতি একটি চালান পেয়েছেন। কেরালা ট্রাফিক পুলিশের পাঠানো ওই ই-চালানের ছবিটি বেসিল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেছেন।

তেল কম থাকায় চালান কেটে নেওয়া হয়েছে: এই প্রসঙ্গে BikeDekho-র একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মোটরসাইকেল চালিয়ে তাঁর কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই স্থানীয় ট্রাফিক পুলিশ তাঁকে ওয়ান-ওয়ে রাস্তায় বিপরীত দিকে বাইক চালানোর জন্য বাধা দেন। পাশাপাশি, তাঁকে এর জন্য ২৫০ টাকা জরিমানাও দিতে বলা হয়। যা তিনি দিয়েও দেন। কিন্তু, শ্যাম জানান, কর্মস্থলে পৌঁছে তিনি স্লিপটি দেখে অবাক হয়ে যান। কারণ চালান কাটার কারণ হিসেবে সেখানে লেখা ছিল- “যাত্রীদের সঙ্গে নিয়ে পর্যাপ্ত জ্বালানি ছাড়া গাড়ি চালানো”-র জন্যই তাঁকে জরিমানা দিতে হয়েছে।

এই বিষয়ে অনেকেই মতামত জানিয়েছেন: ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউবে বেশ কিছু স্থানীয় সংবাদ পরিবেশনকারী এবং কন্টেন্ট ক্রিয়েটররা তাঁদের মতামত জানিয়েছেন এবং বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছেন। যদিও, জানা গিয়েছে যে, ভারতীয় মোটর যান আইন বা রাজ্যের আইনে এমন কোনো ধারা নেই যেখানে কাউকে কম জ্বালানীর গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে।

এই প্রসঙ্গে Mashable-এর মতে, কেরালা পরিবহণের আইনে উল্লিখিত জ্বালানি সম্পর্কিত একমাত্র অপরাধ হল, যদি কোনো বাণিজ্যিক যানের (যেমন কোনো ভ্যান, গাড়ি, বাস এবং অটো) ক্ষেত্রে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আগে তেল শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাসের চালক বা মালিককে ২৫০ টাকার জরিমানা দিতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর