সুখবর! উৎসবের আগে জনতাকে বড় উপহার, রান্নার তেলের আমদানি শুল্ক কমালো সরকার

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে দিনে দিনে যেমন পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দান, তেমনই অন্যদিকে মধ্যবিত্তের হেঁশেলে আগুন লাগিয়ে বাড়ছে রান্নার তেলের (Edible oil) দাম। তবে এবার এই বিষয়ে লাগাম টানতে চলেছে কেন্দ্র, কমতে পারে সর্ষের তেল- সহ অন্যান্য রান্নার তেলের দাম।

কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, এবার থেকে ভোজ্য তেলের মূল্য, উৎপাদন ও আমদানির উপর দৈনিক ভিত্তিতে নজর রাখা হবে দাম নিয়ন্ত্রণের জন্য। যার ফলে কিছুটা হলেও দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

কেন্দ্রের পক্ষ থেকে পূর্বে অশোধিত ও শোধিত ভোজ্য তেলের আমদানির উপর শুল্ক কম করলেও, দাম কমার বদলে উলটে বেড়েই চলেছে। বর্তমান সময়ে প্রায় ২০০ টাকার কাছাকাছি চলে গিয়েছে রান্নার তেলের দাম। আবার এই তেলের দাম বৃদ্ধির জেরে প্রতিনিয়তই বিরোধীদের থেকে নানারকম আক্রমণাত্মক কথাও শুনতে হচ্ছে কেন্দ্রকে। তবে এবার আসন্ন উৎসবের মরশুমে এই দামের উপর রাশ টানতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার।

দেশে ব্যবহৃত তেলের প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। যার ফলেই তেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে। এবার কৃষিজ পণ্যে নজরদারির জন্য খাদ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিই প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে। তেলের দাম নিয়ন্ত্রণের জন্য দৈনিক ভিত্তিতে নজর রাখা হবে ভোজ্য তেলের মূল্য, উৎপাদন ও আমদানির উপর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর