ফের টান পকেটে! 5G-র দৌলতে এবার বাড়তে আপরে Jio-র প্রতিটি প্ল্যানের দাম

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা শুরু করার ক্ষেত্রে তুমুল প্রস্তুতি নিচ্ছে দেশের টেলিকম অপারেটর সংস্থাগুলি। এমতাবস্থায়, সেই তালিকায় রয়েছে Reliance Jio। এমনিতেই Jio 5G স্পেকট্রাম নিলাম থেকেই কড়া টক্কর দিয়েছে বাকি সংস্থাগুলিকে। শুধু তাই নয়, মোট ৮৮,০৭৮ কোটি টাকা খরচ করে সবচেয়ে বেশি স্পেকট্রাম এখন ভারতীয় বিজনেস টাইকুন মুকেশ আম্বানির এই সংস্থার কাছেই রয়েছে।

এদিকে, গত সোমবার কোম্পানির এজিএম ছিল। সেখানেই 5G রোলআউটের বিষয়ে বিস্তারিত জানান মুকেশ আম্বানি। পাশাপাশি, আগামী পরিকাঠামোগত উন্নয়নের জন্য তিনি ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়টিও উপস্থাপিত করেন। যদিও, এই বিনিয়োগের পরোক্ষ প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপরেও। অন্তত এমনটাই আশঙ্কা করছে শেয়ার বাজার গবেষণা সংস্থা জেফারিস (Jefferies)। ইতিমধ্যেই Jefferies-এর এক রিপোর্টে জানানো হয়েছে যে, এই খরচকে সামাল দিতে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে পারে Jio। যার ফলে গ্রাহকদের পকেটে ফের টান পড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য, আর মাত্র দু’মাস পরেই দীপাবলি। তারই মধ্যে দেশের ১৩ টি বড় শহরে 5G মোবাইল পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে Jio। এমতাবস্থায়, Jefferies তাদের রিপোর্টে জানিয়েছে যে, ২০২১-২২ সালে Reliance Jio-র ব্যবহারকারী পিছু গড় আয় (Average Revenue Per User, ARPU) ১৫০ টাকা করে ছিল। কিন্তু, এখন সেটা বৃদ্ধি পেয়ে ১৭৬ টাকা হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে Jefferies জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে ফের শুল্ক বাড়ানো হলে, সেক্ষেত্রে Jio-র আয় ব্যবহারকারী প্রতি (ARPU) ২০০ টাকারও বেশি হয়ে যেতে পারে। মূলত, প্রিপেড এবং পোস্টপেড রিচার্জের দাম বৃদ্ধির সাথে সাথেই আয়ও বাড়বে সংস্থার। সংস্থার মতে, 5G-তে এই বিপুল বিনিয়োগের রিটার্ন পেতে হলে, সংস্থাগুলিকে অবশ্যই তাদের আয় বৃদ্ধির পথে হাঁটতে হবে। আর সেই কারণেই বাড়ানো হতে পারে রিচার্জের দাম। জানিয়ে রাখি যে, এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ Airtel, Vodafone-Idea ও Reliance Jio প্রায় একইসঙ্গে প্রিপেইড মোবাইলের ট্যারিফ বৃদ্ধি করেছিল।

vi jio airtel

প্রসঙ্গত উল্লেখ্য, 5G স্পেকট্রামের নিলামের পরপরই মোবাইলের রিচার্জের খরচ বৃদ্ধির আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। মূলত, সদ্য শেষ হওয়া 5G স্পেকট্রাম নিলামে Airtel, Vodafone-Idea, Reliance Jio ছাড়াও আদানি গ্রুপ অংশগ্রহণ করে। মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর ওঠে নিলামে। যদিও, সবাইকে হারিয়ে সবচেয়ে বেশি স্পেকট্রাম কিনে নেয় Jio। এর ফলে মোবাইলের রিচার্জের ফের শুল্ক বৃদ্ধির সম্ভাবনা কার্যত নিশ্চিত বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর