বাজেটের পরেই দাম বাড়ল সোনা-রূপোর! জেনে নিন সর্বশেষ মূল্য

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বিয়ের মরশুমের আবহে গত জানুয়ারি মাস থেকেই সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক উত্থান-পতন পরিলক্ষিত হয়েছিল। এমতাবস্থায়, গত ১ ফেব্রুয়ারি চলতি বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এমন পরিস্থিতিতে বাজেটের পরপরই এবার ফের দাম বাড়ল সোনা এবং রুপোর। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে এই দাম। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ২৫০ টাকা। পাশাপাশি, রুপোর দাম প্রতি কেজিতে ৩০০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৭৪,৮০০ টাকায়।

সোনার দাম কোথায় পৌঁছেছে: ২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বুলিয়ন বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা বেড়ে তা পৌঁছে গিয়েছে ৫৩,৮৫০ টাকায়। এর আগে গত ১ ফেব্রুয়ারি, এই দাম ছিল ৫৩,৬০০ টাকা। পাশাপাশি, গত ৩১ জানুয়ারি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩,৭৫০ টাকা। এদিকে, গত ৩০ ও ২৯ জানুয়ারি সোনার দাম একই ছিল। তবে, ২৮ ও ২৭ জানুয়ারি সোনার দাম ছিল যথাক্রমে ৫৩,৬০০ এবং ৫৪,২০০ টাকা।

২৪ ক্যারেটের দাম: এমতাবস্থায়, ২৪ ক্যারেটের খাঁটি সোনার দর ২ ফেব্রুয়ারি দাঁড়িয়ে রয়েছে প্রতি ১০ গ্রামের নিরিখে ৫৯,৮৮৫ টাকায়। এই প্রসঙ্গে বুলিয়ন ব্যবসায়ী রুপেন্দ্র সিং জুনেজা জানিয়েছেন যে, ফেব্রুয়ারি মাস শুরু হলেই সোনা-রূপোর দামের উত্থান-পতন অব্যাহত থাকে। তবে, সামনেই বিয়ের মরশুম রয়েছে। এমন পরিস্থিতিতে, সোনা-রূপোর দামে এহেন উত্থান-পতন অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।

silver gold price on 27 th january in kolkata

রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা: এবার যদি আমরা রূপোর দামের দিকে নজর দিই তাহলে বোঝা যাবে যে, এই দামেও উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার, রূপোর দাম ৩০০ টাকা বেড়েছে। যার পরিপ্রেক্ষিতে এই দাম পৌঁছে গিয়েছে প্রতি কেজির নিরিখে ৭৪,৮০০ টাকায়। এর আগে গত ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার এই দাম ছিল ৭৪,৫০০ টাকা। পাশাপাশি, ৩১ এবং ৩০ জানুয়ারি প্রতি কেজি রূপোর দাম ছিল যথাক্রমে ৭৪,৭০০ ও ৭৪,২০০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর