কথা অনুযায়ী কাজ, ইন্ডিয়া গেটে বসল নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি, উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যে ৭ টায় ইন্ডিয়া গেটে “কর্তব্য পথ”-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, ওই দিনই নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তিও উন্মোচন করা হবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, রাজপথকে কর্তব্য পথের নামকরণের অর্থ হল ক্ষমতার প্রতীকটিকে সরিয়ে সার্বজনীন মালিকানা ও ক্ষমতায়নের উদাহরণ স্থাপন করা।

এই প্রসঙ্গে বুধবার একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, “প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও উন্মোচন করবেন। এই পদক্ষেপগুলি অমৃত কালে একটি নতুন ভারতের জন্য প্রধানমন্ত্রীর দ্বিতীয় পঞ্চপ্রাণ-ঔপনিবেশিক মানসিকতাকে (Prime Minister’s Second Panch Pran for New India in Amrit Kaal) হঠানোর প্রসঙ্গ চিহ্নিত করে। উল্লেখ্য যে, বছরের পর বছর ধরে, সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউর রাজপথ এবং তার আশেপাশের এলাকাগুলি দর্শকদের সংখ্যা বৃদ্ধির সাক্ষী ছিল। যা এর পরিকাঠামোতেও চাপ সৃষ্টি করত।

এদিকে, PMO-এ জানিয়েছে, এখানে পাবলিক টয়লেট, পানীয় জল, স্ট্রিট ফার্নিচার এবং পর্যাপ্ত পার্কিংয়ের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে। এছাড়াও, অপর্যাপ্ত সাইনবোর্ড, জলের সুবিধাগুলির দুর্বল রক্ষণাবেক্ষণ এবং এলোমেলো পার্কিং ছিল। এমতাবস্থায়, স্থাপত্যের অখণ্ডতা ও ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নসহ সমস্ত দিক মাথায় রেখে রাজপথকে “কর্তব্য পথ” হিসেবে তৈরি করা হয়েছে।

“কর্তব্য পথ” হবে এইরকম: জানা গিয়েছে, কর্তব্য পথ সুদৃশ্য হওয়ার পাশাপাশি সেখানে অতিরিক্ত সবুজ জায়গা, সংস্কার করা খাল, নতুন সুবিধাজনক ব্লক এবং ভেন্ডিং কিয়স্ক থাকবে। এছাড়া পথচারীদের জন্য নতুন আন্ডারপাস, উন্নত পার্কিং, নতুন প্রদর্শনী প্যানেল এবং রাতের জন্য উন্নত স্ট্রিট লাইটসহ আরও অনেক সুবিধা রয়েছে। যা কর্তব্য পথের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এছাড়াও সেখানে কঠিন বর্জ্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জলের ব্যবস্থা, ব্যবহৃত জলের পুনর্ব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণের মতো একাধিক সুবিধা রয়েছে।

FJm56cYXIAIkYZF

নেতাজির ২৮ ফুট উঁচু মূর্তি উন্মোচন হবে: PMO সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে পরাক্রম দিবসে (২৩ জানুয়ারি) নেতাজির হলোগ্রাম মূর্তিটি যেখানে উন্মোচন করা হয়েছিল সেখানেই এবার নেতাজির গ্রানাইট মূর্তিটির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গ্রানাইট মূর্তিটি স্বাধীনতা সংগ্রামে নেতাজির অপরিসীম অবদানের জন্য একটি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নেতাজির মূর্তি তৈরির প্রধান ভাস্কর হলেন অরুণ যোগীরাজ। মোট ২৮ ফুট উঁচু মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে। পাশাপাশি, এটির ওজন হল ৬৫ মেট্রিক টন। এদিকে, চলতি বছরের স্বাধীনতা দিবসের দিনই রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তিটি স্থাপনের কথা ছিল। যদিও, সেদিন তা বসানো হয়নি। তবে, এবার মূর্তিটির উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর