ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি, ফের ডলারের পরিবর্তে বাড়ল টাকার দাম, জানুন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার সকালেই শুরুর দিকের বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার দর ৩০ পয়সা বেড়ে ৮১.৯৫ টাকায় পৌঁছে যায়। অন্যদিকে, মার্কিন ডলার গতকালকের বাণিজ্যে বৃদ্ধির সাথে বন্ধ হয়েছিল। পাশাপাশি, গতকাল শেয়ার বাজার ও অপরিশোধিত তেলের দামেও পতন ঘটে।

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রায়, টাকা ৮১.৯৭-এর উচ্চতায় খোলে এবং তারপরে তার আগের বন্ধের তুলনায় ৩০ পয়সা বেড়ে ৮১.৯৫-এ পৌঁছে যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকা ৮২.২৫-এ বন্ধ হয়েছিল।

অপরিশোধিত তেলের দামে পতন: উল্লেখ্য যে, গতকাল ডলার সূচক ০.১১ শতাংশ বেড়ে ১০২.২৩-এ বন্ধ হয়েছে। পাশাপাশি, গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ০.২২ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৫.৫০ ডলার হয়েছে। এদিকে, এক্সচেঞ্জ ডেটা অনুসারে জানা গিয়েছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) গত বৃহস্পতিবার ৩,০৮৫.৫১ কোটি টাকার শেয়ার কিনেছে।

আজ ভারতীয় বাজারের অবস্থা: এমতাবস্থায়, আজ ভারতীয় শেয়ার বাজার বৃদ্ধির সাথে খোলে। বাজারের উভয় সূচকই সবুজ চিহ্নে লেনদেন করেছে। আজ সকালে সেনসেক্স ২৮০.৬২ পয়েন্ট বেড়ে ৬৩,১৯৮.২৫-এ পৌঁছেছে। পাশাপাশি, NSE নিফটি ২.৮ পয়েন্ট বেড়ে ১৮,৭৭০.৯০-তে ট্রেড করেছে।

Sensexjpg

এদিকে, দুপুরে সেনসেক্স ২৬৬.৫৯ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ৬৩,১৮৪.২২ পয়েন্টে পৌঁছে যায়। পাশাপাশি, NSE নিফটি ৮০.৪৫ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে ১৮,৭৬৮.৫৫ পয়েন্টে ট্রেড করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর