শীঘ্রই অঙ্গনওয়াড়িতে ৩ হাজার মহিলা কর্মীর নিয়োগ, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

বাংলাহান্ট ডেস্ক : অঙ্গনওয়াড়ি পরিষেবা প্রত্যন্ত এলাকাগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রের ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস’র অঙ্গ এই অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রত্যন্ত এলাকায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও শিশুদের পুষ্টি, সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নানা পাঠ পড়ানো হয়। আইসিডিএস প্রকল্প কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প। বিভিন্ন রাজ্যের সরকার তা রূপায়ণের দায়িত্বে থাকে। কেন্দ্রের তরফে বিভিন্ন সময় শূন্য পদে নিয়োগের কথা বলা হলেও অনেক সময় ঠিকা কর্মী দিয়েও কাজ চালানো হয়।

সূত্রের খবর, আইসিডিএসে ৩ হাজারের উপরে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। ২০১৯ সালে রাজ্য সরকারের তরফে শুধুমাত্র মহিলাদের জন্য ওই শূন্যপদ পূরণে পরীক্ষা নেওয়া হয়েছিল। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (PSC) জানিয়ে দেয় যে, মেইন পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে।

জানা গিয়েছে যে, আগামী ১লা জুলাই ২০২২ থেকে অনলাইন তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে। ২৫শে জুলাই ২০২২ থেকে ইন্টারভিউ শুরু হবে। ২০১৯ সালেই সরকারের তরফে ৩ হাজার আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। এর আগে ২০০৭ সালে রাজ্য সরকার রাজ্যে অঙ্গনওয়াড়িতে নিয়োগ করেছিল । ফলে বহুদিন পর আইসিডিএসে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ায় চাকরিপ্রার্থীরাও দারুণ খুশি ছিলেন। সেইমতো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিও জারি করে। পরীক্ষা নেওয়াও হয়।

কিন্তু তিন বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। অবশেষে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে মেইন পরীক্ষার ফলাফল। এরপরই শুরু হবে অন্যান্য বাকী প্রক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে তথ্য যাচাইয়ের বিষয়টি। জুলাই মাসের শুরুতেই তথ্য যাচাই হবে বলে কমিশন জানিয়েছে। জুলাই মাসের শেষেই শুরু হবে ইন্টারভিউ। ফলে আশা করা যায় এই মাসের মধ্যেই ফল প্রকাশ হয়ে যাবে। ফলে, সব মিলিয়ে অঙ্গনওয়ারী কর্মীদের জন্য আশার আলো দেখা যাচ্ছে বলেই সূত্রের খবর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর