তৈরির ৬ মাসের মধ্যেই ধসে গেল সেতুর রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ! প্রবল সংকটে আসানসোলবাসী

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র ৬ মাস আগেই তৈরি হয়েছিল। এরই মধ্যে নিম্নচাপের বৃষ্টির জেরে ধসে গেল উত্তর আসানসোলের (asansol) কাল্লা এলাকার সেতু। নির্মানের মাত্র ৬ মাসের মধ্যেই, কেন এমন ভাবে ধসে গেল সেতু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।

বিষয়টা হল, উত্তর আসানসোলের কাল্লা এলাকায় গাড়ুই নদীর উপরে একটি সেতু থাকলেও, তা বেশ কিছুটা নীচুতে তৈরি করা হয়েছিল। যার কারণে, সামান্য বৃষ্টির জলেই তা ডুবে যেত। যার ফলে, স্থানীয় বাসিন্দাদের চলাচলে খুবই অসুবিধা দেখা দিত।

bbcbzb

সেই কারণে, ওই এলাকায় একটি শক্ত পোক্ত সেতু তৈরির দাবি জানিয়েছিল এলাকাবাসীরা। তবে ভোটের আগে আগে সেতু তৈরির কাজ শুরু হলেও, ভোটের মুখেই তড়িঘড়ি একটি সেতু তৈরির কাজ সম্পন্ন করে উদ্বোধন করে দেওয়া হয়। আর সেই সেতুটিই নিম্নচাপের বৃষ্টির জেরে গাড়ুই নদীর তলায় চলে যায়। যার কারণে দেখা যায় সেতুর নিম্নভাগের রাস্তা সম্পূর্ণ বসে গিয়েছে।

মাত্র ৬ মাসের মধ্যেই তৈরি সেতু ভেঙে যাওয়ায় বিপদে পড়েছেন এলাকাবাসীরা। কারণ, ওই সেতু পথেই ইসিএলের সদর হাসপাতাল কাল্লা, বারাবনি ও জামুড়িয়া বিধানসভার বহু গ্রামে যাওয়া যায়। কিন্তু এই সেতুর নীচের ভাগের অংশের রাস্তা বসে যাওয়ায় অনেক পথ ঘুরে ঘুরে গন্তব্যস্থলে যেতে হচ্ছে স্থানীয়দের।

এই ঘটনার খবর পেয়ে পূর্ত দফতরের পক্ষ থেকে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কৌশিক কর্মকার জানিয়েছেন, দ্রুত এই সেতু মেরামতের চেষ্টা করা হবে। তবে কতদিন এইভাবে সমস্যার মধ্যে থাকতে হবে গ্রামবাসীকে এবং কবে এই সেতু ঠিক করা হবে, তা নিয়ে সংশয় রয়েছে এলাকাবাসীর মনে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর