বদলে গেল হাই কোর্টের সমস্ত মামলার বিচারপতি! এবার থেকে কোন জাস্টিস কোন মামলা শুনবেন?

   

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন। এবার নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি বদল হচ্ছে বলে জানা গিয়েছে। গরমের ছুটির পরে কোর্ট খুললে নতুন রস্টার মেনে শুনানি হবে। আগামী ১০ জুন খুলছে হাইকোর্ট। সেদিন থেকে নতুন রস্টার অনুযায়ী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এতদিন পঞ্চায়েত এবং পুরসভার মামলা শুনতেন বিচারপতি অমৃতা সিনহা। এবার তাকে দেওয়া হয়েছে পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা। বিচারপতি রাজাশেখর মান্থার রস্টারে কোনও পরিবর্তন হয়নি। তিনি প্রাথমিকে নিয়োগ মামলার বিচার করতেন। এখনও তাই করবেন তিনি।

বিচারপতি সিনহার থেকে পঞ্চায়েত মামলা গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে। পুরসভার মামলা শুনবেন বিচারপতি কৌশিক চন্দ। এদিকে এসএসসির মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে গিয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মামলা।

আগাম জামিনের মামলা হবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে হবে শিক্ষা সংক্রান্ত মামলা। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ শুনবে পুরসভা, পঞ্চায়েত, সমবায় সংক্রান্ত মামলা।

Calcutta High Court

আরও পড়ুন: রাতের কলকাতা তছনছ করবে ঘূর্ণিঝড়! টানা ৪ দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ১০ জেলায়

ওদিকে চাকরি সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে হবে। জামিন সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ শুনবে। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে নিয়মমাফিক ভাবেই এই পরিবর্তন করা হয়েছে। বছরে কয়েকবার বিচারপতিদের এই ধরনের রস্টার পরিবর্তন করা হয়ে থাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর