আগ্রায় চার দিনের শিশু কন্যাকে রেখে করোনা আক্রান্ত হয়ে হয়ে মারা গেলেন সৈনিক মা

বাংলাহান্ট ডেস্কঃ মায়ের আদর ভালোবাসা বোঝার আগেই, আগ্রায় (Agra) চার দিনের শিশু কন্যার থেকে তাঁর মাকে কেড়ে নিল করোনা (COVID-19)। মাত্র চার দিনের শিশু কন্যাকে রেখে করোনা আক্রান্ত হয়ে হয়ে মারা গেলেন সৈনিক মা। মৃত্যুর পর রিপোর্টে করোনা পজেটিভ আসায়, কেউ তাঁকে স্পর্শ করতে রাজি হয় না।

bou 1

মৃতা গর্ভবতী হবার কারণে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন
সিকান্দ্রা থানা এলাকার কাকরেঠার ঈশ্বর নগরের বাসিন্দা রবি জীবন একটি বেসরকারী সংস্থায় চাকরি করেন। তাঁর ২৭ বছর বয়সী স্ত্রী বিনিতা চৌধুরী কানপুর জেলার বিলহোর থানায় কর্মরত ছিলেন। গর্ভবতী থাকার কারণে তিনি গত ৫ ই এপ্রিল ছুটি নিয়ে শ্বশুর বাড়িতেই ছিলেন। মৃতার বাপের বাড়ি ছিল মইনপুরী জেলায়।

বুধবার সকালে শারীরিক সমস্যার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়
মাত্র চার দিন আগেই বিনিতা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর বুধবার সকাল থেকে তাঁর শারীরিক সমস্যা হওয়ার দরুণ, তাঁর পরিবাররে লোকেরা তাঁকে রেইনবো হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতাল কর্মীরা তাঁকে চিকিৎসা করতে সম্মত হয় না। এর মধ্যেই বেলা সাড়ে ১২ টা নাগাদ মারা যান ওই সিপাহি মহিলা।

87387 parents9 6 17

করোনা পজেটিভ হওয়ায় মৃতার লাশ কেউ স্পর্শ করতে রাজী হয় না
সিপাহি মহিলার মৃত্যুর পর তাঁর রিপোর্টে করোনা পজেটিভ আসে। আর সেই কারণেই সকলেই তাঁকে স্পর্শ করতে অস্বীকার করে। গাড়িতেই অবহেলায় পড়ে থাকে তাঁর লাশ। এই খবর পেয়ে স্বাস্থ্য কর্মীদের একটি দল সেখানে উপস্থিত হয়। মৃতার বাড়ির সকলকে কোয়ারেন্টিনে থাকার কথাও বলা হয়। এবং তাঁকে করোনা আক্রান্তদের যেখানে কবর দেওয়া হচ্ছে, সেখান নিয়ে যাওয়া হয়। এর পাশপাশি মৃতার কোন ভ্রমণ ইতিহাস আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর