৮৫ বছর বয়সে স্বপ্নপূরণ, বৃদ্ধ মাকে স্ট্রেচারে করে তাজমহল দর্শন করালেন ছেলে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই দিনের বেশকিছুটা সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অতিবাহিত করি। সেখানে প্রতিদিনই ভাইরাল হয় হাজার হাজার ছবি এবং ভিডিও। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ছবি থাকে যেগুলি রীতিমতো ছুঁয়ে যায় সকলের মন। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি মন ভালো করা ছবি সামনে এসেছে। যেটি দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা।

মূলত, ওই ছবিতে দেখা গিয়েছে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের ইছেপূরণে তাঁকে স্ট্রেচারে শুইয়েই তাজমহল দেখাচ্ছেন ছেলে। ইতিমধ্যেই এই ছবিটি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকলেই শ্রবণ কুমারের প্রসঙ্গটিও উপস্থাপিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাটের কচ্ছ থেকে ইব্রাহিম নামের এক ব্যক্তি তাঁর মাকে তাজমহল দেখাতে নিয়ে আসেন।

অশীতিপর ওই বৃদ্ধা তাজমহল দেখতে চেয়েছিলেন। কিন্তু, পিঠের সমস্যার কারণে তিনি প্রায় ৩২ বছর ধরে শয্যাশায়ী হয়ে রয়েছেন। এমতাবস্থায়, ইব্রাহিম তাঁর মায়ের ইচ্ছেপূরণের জন্য কচ্ছ থেকে আগ্রা পর্যন্ত ট্রেনে সফর করার সিদ্ধান্ত নেন।

এদিকে, ইব্রাহিমকে যখন জানতে পারেন যে, হুইলচেয়ার মারফত অসুস্থ ব্যক্তিদের তাজমহলের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তখন তিনি কর্তৃপক্ষকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। ইব্রাহিম জানান, “স্ট্রেচারে থাকা লোকজনের ক্ষেত্রে কোনো অনুমতি নেই। আমি কর্তৃপক্ষকে দেখিয়েছি যে আমার মা স্ট্রেচারে রয়েছেন, কিন্তু তিনি শুধুমাত্র হুইলচেয়ার ব্যবহার করেন। তখনই কর্তৃপক্ষ আমাদের প্রবেশের অনুমতি দেয়।”

এদিকে, এই ছবিই এখন ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে ওই ছবির ক্যাপশনে পুরো বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। পাশাপাশি, তাজমহলের সামনে স্ট্রেচারে থাকা অবস্থায় ইব্রাহিমের মায়ের ভাইরাল ছবি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটাগরিকরা। সর্বোপরি, মায়ের ইচ্ছেপূরণে তিনি যেভাবে এই কাজ করলেন তাতে সকলেই ইব্রাহিমকে কুর্ণিশও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর