সাইবার ক্রাইম কনসালটেন্ট পদে নিয়োগ হবে রাজ্য পুলিশে

বাংলাহান্ট ডেস্কঃ অস্থায়ী ভাবে পুলিসের বিভিন্ন বিভাগে ‘সাইবার ক্রাইম কনসালটেন্ট’ পদে যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। রাজ্য সরকারের পুলিস পরিদর্শক উত্তরবঙ্গ, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পুলিস বিভাগের ‘সাইবার ক্রাইম কনসালটেন্ট’ পদে লোক নেওয়া হবে। ০৬ মার্চের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা, পুরুষ যে কেউই আবেদন জানাতে পারে এই পদের জন্য।ইচ্ছুক প্রার্থীরা পুলিস বিভাগের www.wbpolice.gov.in/ www.banglarmukh.gov.in- এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

police 2

সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত।কম্পিউটার একটি অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে। দেবারতি হালদার ও কে জয়শংকর সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন “আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট (চ্যাট রুম, ইমেল, নোটিশ বোর্ড ও গ্রুপ) এবং মোবাইল ফোন (এসএমএস / এমএমএস) ব্যবহার করে, অপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি, কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি, বা ক্ষতির কারণ হওয়া”।এ ধরনের অপরাধ একটি জাতির নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্য হুমকি হতে পারে

সংস্থার নাম: পশ্চিমবঙ্গ পুলিশ

পদের নাম: ‘সাইবার ক্রাইম কনসালটেন্ট’

পদসংখ্যাঃ ৪টি

শিক্ষাগত যোগ্যতা: বিএ, বি.টেক, বিসিএ, বি.এসসি যোগ্যতা সম্পন্ন হতে হবে।

বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

বয়সসীমা: যে কোনও বয়সের প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন।

বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের বাছাই হবে লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার ভিত্তিতে।

আবেদন ফি: প্রার্থীদের এই পদগুলিতে আবেদনের জন্য আড়াইশ টাকা ফি দিতে হবে।

সম্পর্কিত খবর