fbpx
আবহাওয়াটাইমলাইনপশ্চিমবঙ্গ

বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বাংলা, জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। আজও সকাল থেকেই আকাশের মুখ ভার, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে  আগামিকাল বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে।

আজ কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা ৯৬ শতাংশ।

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। সান্দাক ফু (Sandakfu), টাইগার হিলসে (Tiger Hill) তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা প্রবল। সকাল থেকে জায়গায় জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি হলেও, মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না বলে জানা যায়। রাজ্যে বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রথমে টানা তিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনা জানায় আবহাওয়া দপ্তর। পরিস্থিতির খারাপ অবস্থা দেখে আগে থাকতেই তুষারপাতের সংবাদ জানায় তাঁরা।

Back to top button
Close
Close