পাওয়া গেল মিরাজের লুঠ হওয়া টায়ার, কেন চুরি করেছিল জানালো চোরেরা

বাংলা হান্ট ডেস্কঃ লখনউয়ের (lucknow) আশিয়ানা থানা এলাকার অধীনে শহীদ পথে চলন্ত ট্রাক থেকে ফাইটার জেট মিরাজের (fighter jet mirage) চুরি যাওয়া টায়ার ফিরে পাওয়া গেছে। এই চুরির ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ার পর দীপরাজ ও হিমাংশু নামে দুই যুবক টায়ার ফেরত দিয়ে যান। শনিবার সন্ধ্যায় চুরি যাওয়া জঙ্গি বিমান মিরাজের চাকা পাওয়া যায়।

সূত্রের খবর, টায়ার চুরি করা দুই যুবক জানান, তাঁরা জানতেনই না এটি ফাইটার জেট মিরাজের চাকা। তাঁরা ভেবেছিলেন এটি হয়ত কোন ট্রাকের চাকা। আর তা ভেবেই তাঁরা সেটিকে নিয়ে গিয়েছিল।

IAF Mirage 2000 1170x610 1

লখনউ পুলিশ কমিশনারেট থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিকেটি এয়ারফোর্স স্টেশনের অফিসারদের কাছে দুই যুবক টায়ার ফিরে দিয়েছে। তাঁরা জানায়, গত ২৬ শে নভেম্বর রাত সাড়ে ১০ টা থেকে ১০ টা বেজে ৪৫ মিনিটের মধ্যে শহীদ পথের পাশ থেকে যাওয়ার সময় ওই চাকা তাঁর পান। আর তা ট্রাকের চাকা ভেবে নিজেদের কাছেই রেখে দেন।

এরপর তাঁরা ৩ রা ডিসেম্বর ফাইটার জেট মিরাজের চাকা চুরি যাওয়ার খবর পেয়ে বুঝতে পারেন এটি কোন সাধারণ চাকা হয়, এটি ফাইটার জেট মিরাজের চাকা। আর এরপর তাঁরা বিমান বাহিনীর কাছে এই টায়ার জমা দেন।

প্রসঙ্গত, লখনউয়ের বিকেটি এলাকার এয়ার কমান্ড স্টেশন থেকে যোধপুর বিমান ঘাঁটিতে মিরাজ ফাইটার জেটের পাঁচটি টায়ার পাঠানো হচ্ছিল। আর সেখানে যাওয়ার পথে জ্যামে ট্রাকটি আটকে যাওয়ার সময় অসাবধানতা বশত ট্রাক থেকে একটি টায়ার পড়ে যায়। আর তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। করা হয় এফআইআরও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর