২৪ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া ছাত্রী এবার হচ্ছেন WCD বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রোশনি ভাদোরিয়া (Roshni Bhadoria) সমস্ত মেয়েদের কাছে রোল মডেল হয়ে উঠেছে। পারিবারিক প্রতিকূলতাকে হার মানিয়ে মধ্য প্রদেশের ভিন্দ জেলার আনজুলের রোশনি ভাদোরিয়া গোটা মধ্যপ্রদেশের গর্ব হয়ে উঠেছে। লক্ষ্য স্থির থাকলে, যে কোন কঠিন পথও যে সহজ হয়ে যায়, সেটা প্রমাণ করে দেখিয়েছে রোশনি।

রোশনির জার্নি
অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠা রোশনিকে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য ২৪ কিমি পথ ভ্রমণ করতে হয়েছিল। রোশনির গ্রামে কোনও বাস বা যানবাহনের সুযোগ না থাকায় তাদের এই দূরত্বটি সাইকেল করে যেতে হত। ভিন্ডের অজনৌল গ্রামের বাসিন্দা রোশনি বলেন যে স্কুলে যাওয়ার জন্য তাকে প্রতিদিন চব্বিশ কিলোমিটার যাত্রা করতে হয়েছিল। তিনি বলেছিলেন, ‘সরকার আমাকে একটি সাইকেল দিয়েছে যা আমি ভাল ব্যবহার করেছি।’

new 1 2

আইএএসের জন্য প্রস্তুতি নিচ্ছে রোশনি
মধ্যপ্রদেশের মধ্যে চতুর্থ এবং দশম শ্রেণিতে ৯৮.৫ শতাংশ নম্বরের অধিকারী রোশনী বলেছিলেন, ‘আমি প্রতিদিন চার থেকে সাড়ে চার ঘন্টা পড়াতাম। আমি পরে আইএএসের জন্য প্রস্তুতি নিতে চাই। রোশনির এই সাফল্যে খুশি হয়েছিল তাঁর পরিবারের সকলেই। তবে এবার এই খুশি আরও কয়েকগুণ বেড়ে গেল।

বিশেষ সম্মানে সম্মানিত হল রোশনি
মধ্যপ্রদেশের এই ছোট্ট রোশনি ভাদোরিয়াকে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। প্রথমত দশম শ্রেণীতে আসাধারণ সাফল্য লাভ এবং তাঁর পরবর্তীতে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই দুইয়ের আনন্দে রোশনির পরিবারের লোকজন আনন্দে আত্মহারা।

new 3 2

রোশনিই হল ভবিষ্যতের রোল মডেল
রোশনির পরিবারের এই খুশিকে ভাগ করে নিয়ে মন্ত্রী ইমরাতি দেবী বলেছেন, ‘যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে যে কোন কঠিন পথও সহজ হয়ে যায়, এই কথার জ্বলন্ত উদাহরণ হল রোশনি। যেসকল ছেলে মেয়েরা তাঁদের লক্ষ্যে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়, রোশনি তাঁদের কাছে রোল মডেল হয়ে উঠব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর