বাংলায় খোঁজ মিলল তৃতীয় করোনা আক্রান্ত রোগী, ফিরেছিলেন স্কটল্যান্ড থেকে

বাংলহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) মিলল আরও এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস (COVID-19)। হাবড়ার (Habra) বাসিন্দা ব্যক্তিটি সদ্যই ফিরেছেন স্কটল্যান্ড থেকে। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। সরকার থেকে বিভিন্নরকম পদক্ষেপ গ্রহন করার পরও বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা।

দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। সবকিছু ছেড়ে বিশ্ববাসী এখন করোনা আতঙ্কে ভুগছে। সমগ্র বিশ্বে এখনও অবধি প্রায় ২৭৬১০৪ মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ১১৪০২ জন। ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ এবং মৃতের সংখ্যা ৫। দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের আঁতুড় ঘর চীন এখন অনেকটা সুস্থ। চীনকে টেক্কা দিয়ে এখন এগিয়ে গেছে ইটালি।

প্রাণ সংশয়ে রয়েছেন রাজ্যবাসি। ভারতে এখন এই রোগ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ আক্রান্ত দেশ থেকে আগত ব্যক্তি এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এরপর যদি এই রোগ তৃতীয় পর্যায়ে চলে যায়, তখন তা মহামারির আকার ধারণ করবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য দিকে দিকে স্কুল, কলেজ, অফিস, আদালত, সিনেমা হল, শপিং মল এবং বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান সরকারী পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। আগামি কাল অর্থাৎ ২২ শে মার্চ সমগ্র ভারতব্যাপী জনতা কার্ফুর ডাক দিয়েছেন মোদী সরকার। সকাল ৭ টা থেকে রাত ৯ টা অবধি কোন মানুষকেই ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন একজোট হয়েছে কেন্দ এবং রাজ্য।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর