কংগ্রেসের হয়ে ভোট প্রচারে শাহরুখ খান! ‘নির্লজ্জভাবে প্রকাশ্যে…’, চটে লাল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Vote)। গতকাল ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোটগ্রহণ হল। দেশের মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে কাল। এদিকে বাকি কেন্দ্র গুলিতে নির্বাচনী প্রচার তুঙ্গে। কোথাও হেভিওয়েট নেতা, কোথাও তারকা প্রার্থীরা চালাচ্ছেন প্রচার। এরই মাঝে মহারাষ্ট্রে কংগ্রেসের হয়ে প্রচারে দেখা গেল শাহরুখ খানকে (Shah Rukh Khan) ! হ্যাঁ? এ কী করে সম্ভব?

মহারাষ্ট্রের সোলাপুরে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন প্রণীতি শিন্ডে। বৃহস্পতিবার কং প্রার্থীর ভোটপ্রচারেই দেখা গেল হুবহু শাহরুখ খানের মত দেখতে এক ব্যক্তিকে। যাকে এক ঝলক দেখে সকলেই এক্কেবারে থ। তবে পরে জানা যায়, তিনি আদতে আসল কিং খান নন। তার মত দর্শনধারী এক ব্যক্তি। কিছু সংবাদ মাধ্যম তরফে দাবি করা হয়েছে, প্রচারে থাকা শাহরুখ খানের মতো দেখতে ওই ব্যক্তি ইব্রাহিম কাদরি।

প্রসঙ্গত, শাহরুখ খানের doppelganger হিসাবে বিখ্যাত ইব্রাহিম কাদরি। নেট দুনিয়ায় তার বিশাল ফ্যান ফলোইং। শাহরুখের সাথে সত্যিই তার অমিল খোঁজা মুশকিল। সামনে দেখে যে কেউ তাকে বাদশার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। তবে সত্যিই বৃহস্পতিবার কংগ্রেসের প্রচারে ইব্রাহিম কাদরিই এসেছিলেন কিনা তা নিয়ে সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে শাহরুখের মত দেখতে এই ব্যক্তির প্রচারের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

এদিকে কংগ্রেসের এহেন কীর্তি দেখে চটে লাল বিজেপি। হাত শিবিরের এই প্রচারকে ‘কেলেঙ্কারি’ বলেও তোপ দেগেছে গেরুয়া পার্টি। এই ইস্যুতে ভারতের নির্বাচন কমিশন এবং শাহরুখ খানকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ট্যাগ করে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা লিখেছেন, ‘একটি দল এতদূর যেতে পারে, মানুষকে এত নির্লজ্জভাবে প্রকাশ্যে বোকা বানাতে পারে, ভাবুন একবার।’

ggggc

আরও পড়ুন: চুলোয় যাবে গরম! দক্ষিণবঙ্গের ১০ জেলায় উঠবে ঝড়, ঝমঝমিয়ে বৃষ্টি, কখন শুরু? আবহাওয়ার খবর

তিনি আরও লেখেন, ‘এর আগে ভুয়ো সমীক্ষা চালানো, ভুয়ো ভারত বিরোধী বয়ান তৈরি করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেলিব্রিটিদের ডিপ ফেক তৈরি করা কিছুই বাদ রাখেনি এরা। আর এখন এসব প্রচার। কেন এই দল ইভিএমকে দোষারোপ করছে নিশ্চই এখন আপনারা তা বুঝতে পারছেন।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর