দৃষ্টিহীন এবং বিশেষ ভাবে সক্ষম চার যুবক ১৯ হাজার ফুট উঁচু শৃঙ্গজয় করে নজির গড়লেন।

এবার শৃঙ্গজয় করে বিশেষ নজির গড়লেন দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম চারজন যুবক। রুদ্রগয়রা পর্বত শৃঙ্গ যার উচ্চতা 19 হাজার 90 ফুট, গত 21 সেপ্টেম্বর এই পর্বত শৃঙ্গ জয় করে নিলেন এই চার যুবক। বেহালার একটি স্বেচ্ছাসেবক সংস্থা যার নাম ‘ভয়েসঅব ওয়াল্ড’, এই স্বেচ্ছাসেবক সংস্থার উদ্দ্যোগে 14 জনের একটি দল গত 17 ই সেপ্টেম্বরে গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করেন। তবে শেষ পর্যন্ত রুদ্রগয়রায় পৌঁছায় 6 জন পর্বতরাহী তাদের মধ্যে দুজন ছিলেন সাহায্যকারী পর্বতরাহী। স্বেচ্ছাসেবী সংস্থার এক মেম্বার জানিয়েছেন যে, যে চারজন এই চূড়া জয় করতে সক্ষম হয়েছেন তাদের প্রত্যেকের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে।

যে চারজন পর্বত জয় করতে সক্ষম হয়েছেন তারা হলেন উজ্জ্বল ঘোষ তিনি বিশেষভাবে সক্ষম, সুকদেব ভাল্লা এবং ভাসুদেভ আল্লাহ এরা দুজনই আংশিক দৃষ্টিহীন এবং অপর একজন যিনি রয়েছেন তিনি হলেন শুভেন্দু মাঝি ইনি পুরোপুরি ভাবেই একজন দৃষ্টিহীন মানুষ।

4b3406d368b950beb218b0bf27e0cfbe

এবং তাদেরকে এই যাত্রাপথে পৌঁছাতে সাহায্য করেছেন পর্বতারোহী তারক সরকার এবং অপর পর্বতারোহী দেবস্মিতা রায়। এছাড়াও জানা গিয়েছে যে ইন্দো টিবেটান পুলিশের পক্ষ থেকে তাদেরকে যথাযথ সাহায্য করা হয়েছে, সেই সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারাও।

সংস্থার একজন সাম্মানিক ব্যাক্তি শৈলেন বাবু জানিয়েছেন যে এই সংস্থাটির হেড অফিস হচ্ছে বেহালায় সুখেরবাজারে। সমাজের দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম মানুষদের সাহায্য করে থাকে এই সংস্থা। সেই সাথে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এমনকি বিভিন্ন অনাথ বাচ্চাকেও এখানে এনে রাখা হয় তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ তৈরি করা হয়।

তিনি জানান যে সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছরই একটি করে অ্যাডভেঞ্চার ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টিহীন মানুষেরা পর্বতারোহনের সুযোগ পান। আর তাই এবারও তার অন্যথা হয়নি এবারও তিনি জানিয়েছেন যে এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে তিনটি গ্রূপে মোট 92 জন পর্বতারোহী পাড়ি দিয়েছিলেন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে এবং তাদের মধ্যে অনেকেই সাফল্য লাভ করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর