ফল বিক্রির পর বাসস্ট্যান্ড পরিষ্কার করলেন মহিলা! প্রশংসা করে আনন্দ মাহিন্দ্রা যা বললেন জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীদের সংখ্যা। মূলত, নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দিনের অনেকটা সময় অতিবাহিত করেন নেটিজেনরা। যেখানে প্রতিদিনই ভাইরাল হয় হাজার হাজার সব পোস্ট এবং ভিডিও (Viral Video)।

তবে সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা সরাসরি আকৃষ্ট করে সকলের মন। এমনকি সেই ভিডিওগুলি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি ইতিবাচক বার্তাও তুলে ধরে। সেই রেশ বজায় রেখেই বর্তমানে আরও একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

আর সেই ভিডিওর উপর ভর করেই বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছেন কর্ণাটকের এক আদিবাসী মহিলা। তাঁরই একটি ভিডিও সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত, ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলাকে বাসস্ট্যান্ড পরিষ্কার করতে দেখা গিয়েছে। এদিকে, ওই মহিলাকে এই কাজ করতে দেখে আসল কারণ জেনে অবাক হয়েছেন সবাই।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ভিডিওটি দেশের বিশিষ্ট শিল্পপতি তথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। উল্লেখ্য যে, আমাদের দেশে বাসস্ট্যান্ডে জলের বোতল থেকে শুরু করে চিপস এবং ফল সবকিছুরই দোকান বা স্টল দেখতে পাওয়া যায়। এদিকে, সেগুলি খাওয়াদাওয়ার পর বাসের কিছু যাত্রীরা বাসের ভেতরে বা বাসস্ট্যান্ডেই সেগুলির প্যাকেট বা বোতল ফেলে দেন। যার কারণে বাসস্ট্যান্ডে বাড়তে থাকে আবর্জনা।

মহিলাটি বাসস্ট্যান্ড পরিষ্কার করছেন: এমতাবস্থায়, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, একজন মহিলা বাসস্ট্যান্ডে পড়ে থাকা আবর্জনাগুলিকেই সরিয়ে ফেলছেন। জানা গিয়েছে, কর্ণাটকের আনকোলা বাস স্ট্যান্ডে ফল বিক্রির কাজ করেন তিনি। এমতাবস্থায়, যাত্রীরা ফল কিনে বাসের জানালা থেকে সেগুলির পাতা ফেলে দেন। তাই, ওই মহিলা পুরো জায়গা জুড়ে পড়ে থাকা পাতাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদর্শ হেগড়ে নামের এক টুইটার ব্যবহারকারী।

মুগ্ধ হয়েছেন মাহিন্দ্রা: এদিকে, এই ভিডিওটি দেখার পর শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা অত্যন্ত মুগ্ধ হয়েছেন। পাশাপাশি, তিনি বিষয়টির পরিপ্রেক্ষিতে রিটুইট করে জানান, “এঁরাই আসল হিরো যাঁরা ভারতকে পরিষ্কার রাখেন।” এছাড়াও, তিনি ওই মহিলার প্রশংসাও করেছেন। এমনকি, তিনি তাঁর সাথে যোগাযোগ করার জন্য নেটিজেনদের সাহায্যও চান। তারপরেই ওই টুইটার ব্যবহারকারী মহিলাটির ছেলের ফোন নম্বর মাহিন্দ্রাকে দেন। এদিকে, ভিডিওটি প্রত্যক্ষ করে ওই মহিলার এহেন কাজের জন্য নেটিজেনরাও তাঁর প্রশংসা করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর