প্রদীপ জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে জাতীয় পতাকার পুজো মহিলার! ভাইরাল ভিডিও দেখে গর্ব হবে আপনারও

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! তারপরেই দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস (Independence Day)। সর্বোপরি, চলতি বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ায় সর্বত্রই একটা বাড়তি আবেগ পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আহ্বানে শুরু হয়েছে “Har Ghar Tiranga” কর্মসূচিও। যার অধীনে গত ১৩ আগস্ট থেকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করছেন দেশবাসী। ঠিক সেই আবহেই এবার এক মন ভালো করা দৃশ্য সামনে এল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

পাশাপাশি, ইতিমধ্যেই ভিডিওটি ভাইরালও হতে শুরু করেছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে বাড়িতে পতাকা উত্তোলন করে গভীর ভক্তি এবং শ্রদ্ধায় জাতীয় পতাকার পুজো করছেন এক মহিলা। আর সেই দৃশ্যই করা হয়েছে ক্যামেরাবন্দি। এমনকি, এই মন ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখতেই ভিড় জমাচ্ছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যম আমাদের কাছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা দিনের বেশকিছুটা সময় কাটাই। এছাড়াও, নিজেদের জীবনের বিভিন্ন সুখস্মৃতি এখানে শেয়ার করার পাশাপাশি সেখানে পাওয়া যায় বিভিন্ন মজাদার পোস্ট এবং ভাইরাল হওয়া সব ভিডিও। এমতাবস্থায়, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা খুব সহজেই ছুঁয়ে যায় আমাদের মন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে? মূলত, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে এক মহিলা প্রদীপ জ্বালিয়ে এবং ঘন্টা বাজিয়ে প্রবল ভক্তি সহকারে আরতি করছেন জাতীয় পতাকার। একমনে তাঁকে পুজো করতে দেখা যায়। মূলত, কিছুটা দূর থেকে এই দৃশ্যটি রেকর্ড করার জন্য ওই মহিলার মুখটি স্পষ্টভাবে দেখা না গেলেও তিনি যে গভীর মনোযোগ সহকারে পুজো করছেন সেই বিষয়টি ভালোভাবে পরিলক্ষিত হয়েছে।

ইতিমধ্যেই আইএএস অফিসার অবনীশ শরণ টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে এই ভিডিও। ওই মহিলা যেভাবে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করছেন তা ছুঁয়ে গেছে সকলের মন। ইতিমধ্যেই পাল্লা দিয়ে দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটিতে। পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর