বিশ্বের প্রথম নিরামিষ শহর রয়েছে ভারতেই! আমিষ খাওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ এখানে

বাংলা হান্ট ডেস্ক: ভারতবর্ষ (India) হল এমনই একটি দেশ যেখানে প্রতিটি ক্ষেত্রেই বৈচিত্র্য পরিলক্ষিত হয়। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এখানকার বাসিন্দাদের মধ্যেও রয়েছে এক অপরূপ মেলবন্ধন। মূলত, আমাদের দেশে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন মাতৃভাষার মানুষ বসবাস করেন। যার ফলে তাঁদের জীবনযাপন, সংস্কৃতি, খাওয়াদাওয়া সবকিছুতেই বৈচিত্র্য পরিলক্ষিত হয়। যার প্রভাব পড়ে আঞ্চলিক ক্ষেত্রগুলিতেও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ভারতের এমন একটি শহরের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি “নিরামিষ শহর” (Vegetarian City)-এর তকমা পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের প্রথম নিরামিষ শহরের শিরোপাও রয়েছে ওই শহরের কাছেই।

মর্যাদা পেয়েছে গুজরাটের এই শহর: গুজরাটের পালিতানা (Palitana) শহর হল বিশ্বের একমাত্র নিরামিষ শহর। ২০১৪ সালে, গুজরাট সরকার এই শহরকে সম্পূর্ণ নিরামিষ শহর হিসেবে ঘোষণা করে। এখানে সারা বিশ্ব থেকে জৈন ধর্মের অনুগামীরা প্রচুর সংখ্যায় আসেন। এমতাবস্থায়, ভারতে এটিই একমাত্র জায়গা যেখানে আমিষ খাওয়া নিষিদ্ধ। এমতাবস্থায়, আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে এটা কি করে সম্ভব? তার উত্তর পেতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।

এই শহরে এক হাজারেরও বেশি মন্দির রয়েছে: এই প্রসঙ্গে “টাইমস ট্রাভেল”-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, পালিতানা শহরে প্রচুর জৈন মন্দির রয়েছে। এই শহরটি গুজরাটের ভাবনগর জেলায় অবস্থিত। এছাড়াও, এখানে শত্রুঞ্জয় পাহাড় রয়েছে। জানিয়ে রাখি যে, এটাই হল বিশ্বের একমাত্র পাহাড় যেখানে ৯০০ টিরও বেশি মন্দির রয়েছে। ২০১৪ সালে, শত শত জৈন সন্ন্যাসী এবং সাধুরা এখানে অনশনের মাধ্যমে পশু হত্যা নিষিদ্ধ করতে এবং কসাইখানা বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। এমতাবস্থায়, সাধুদের প্রতিবাদের সামনে নত হতে হয় সরকারকে। মনে করা হয় যে, এই শহরে বহু ঋষি মোক্ষ লাভ করেছেন। এমন পরিস্থিতিতে, জৈন সন্ন্যাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে এখানে কঠোর আইন আরোপ করা হয়।

দর্শনীয় স্থান: পালিতানায় দেখার মতো একাধিক জায়গা রয়েছে। যদি কখনও এখানে আসার সুযোগ পান তাহলে শত্রুঞ্জয় পাহাড়টি অবশ্যই দেখার পাশাপাশি, শ্রী বিশাল জৈন মিউজিয়াম, হস্তগিরি জৈন তীর্থ এবং গোপনাথ বিচটিও দেখতে পারেন।

palitana the jain temple3

কিভাবে পৌঁছবেন এই শহরে: আপনি যদি এই শহরের বিশেষত্ব জেনে এখানে বেড়াতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে গুজরাটের ভাবনগর থেকে পালিতানা পৌঁছনোর জন্য বাস বা ট্যাক্সির ব্যবস্থা করতে হবে। এই জায়গাটি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এর পাশাপাশি, আপনি ভাদোদরা বা আহমেদাবাদ থেকে ট্রেন বা বাসে করেও এখানে পৌঁছতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর