লকডাউনে মুদির দোকানে গিয়েছিলেন যুবক, ফিরলেন নতুন বউ নিয়ে

বাংলাহান্ট ডেস্কঃ আমি এই বিয়ে মানতে রাজি নই। কাঁদতে কাঁদতে বলছেন এক বৃদ্ধা। তিনি শোনাচ্ছেন এক অদ্ভূত কাহিনি। লকডাউনের মধ্যে তাঁর ছেলে মুদির দোকানে গিয়েছিল। যখন সে ফিরল তখন তার সঙ্গে রয়েছে নতুন বউ। বৃদ্ধা নিজের ছেলের বিরুদ্ধে থানায় গিয়েছেন। ছেলে ও পুত্রবধুকে বাড়িতে ঢুকতেও দেননি। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদ (Ghaziabad) ঘটনা।

গাজিয়াবাদের সাহিবাবাদে মায়ের সঙ্গে বাস করতেন ওই যুবক। তাঁর নাম গুড্ডু (Guddu)। বয়স ২৬। দু’মাস আগে হরিদ্বারে আর্য সমাজ মন্দিরে তাঁর বিয়ে হয়। স্ত্রীর নাম সবিতা। কিন্তু লকডাউনের মধ্যে তাঁরা ম্যারেজ সার্টিফিকেট পাননি। সবিতা দিল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু লকডাউনের মধ্যে বাড়িওয়ালা তাঁকে ঘর খালি করে দিতে বলেন। তখন গুড্ডু স্ত্রীকে নিয়ে আসেন নিজের বাড়িতে।

lockdown 2

সাহিবাবাদ পুলিশ আপাতত সবিতার বাড়িওয়ালাকে বলেছে, লকডাউনের (lockdown) সময় যেন তাঁকে থাকতে দেওয়া হয়।

 

সম্পর্কিত খবর