ক্রিকেটারদের জীবনে লকডাউনের নেতিবাচক দিকও রয়েছে: মহম্মদ সামি।

মুদ্রার দুটি দিক! তেমনি লকডাউনেরও দুটি দিক। একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক। এইদিন লকডাউনের দুটি দিক নিয়ে বিশ্লেষণ করলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি। সামি জানালেন লকডাউনের কারণে একদিকে যেমন ক্রিকেটাররা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পাচ্ছেন এতে যেমন ক্রিকেট এবং ক্রিকেটারদের ভালো, তেমনি অপরদিকে দীর্ঘদিন বাড়িতে থাকার জন্য অনেক ক্রিকেটারই ছন্দ হারিয়ে ফেলেছেন। এটি যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রে খুবই হতাশাজনক খবর।

দেশজুড়ে চলছে আনলক-2। এরফলে অনেক ক্রিকেটারই নিজেদের সামনা সামনি মাঠে অনুশীলন শুরু করেছেন। তবে যে সমস্ত ক্রিকেটাররা মেট্রো শহরে থাকেন তারা কোনোভাবেই অনুশীলন শুরু করতে পারেননি। তবে আনলক-2-তে নিজেদের বাড়ির খামারবাড়িতে অনুশীলন শুরু করেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি।

258379825d88219ff0e512f7a65cd29b0bffc0551618e8caec1009a8626c4b085efe89745

এইদিন সামির কাছে জানতে চাওয়া হয়েছিল লকডাউনে ক্রিকেটারদের জীবনে কতটা প্রভাব পড়েছে? এই উত্তরে মহম্মদ সামি বলেছেন দেখুন এর প্রভাব দুই রকম ভাবে ক্রিকেটারদের জীবনে পড়েছে। প্রথমত ভারতীয় ক্রিকেটাররা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পেয়েছে। কারণ ভারতীয় দল এমন একটা দল যাদের সারা বছরই ঠাসা কর্মসূচি থাকে। এর ফলে ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ পান না। লকডাউনের কারনে ক্রিকেটাররা বিশ্রাম পেয়ে নিজেদের ক্লান্তি দূর করেছেন। অপরদিকে দীর্ঘদিন ক্রিকেট ম্যাচ না খেলার কারণে ছন্দ হারাতে শুরু করেছেন ক্রিকেটাররা। এটা লকডাউনের একটা খারাপ দিক হিসাবে ধরা যায়। তবে সামি এটাও জানিয়েছেন লকডাউনের পর ভারতীয় ক্রিকেট দল অনুশীলন শুরু করলে খুব একটা অসুবিধার মধ্যে পড়বে না ভারতীয় ক্রিকেটাররা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর