আদানির আত্মবিশ্বাস “চুপ” করিয়ে দিল হিন্ডেনবার্গকে! শেয়ারবাজার থেকে মিলল সুখবর

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) চাঞ্চল্যকর রিপোর্টের জেরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গ্রূপ (Adani Group)। এমনকি, ওই রিপোর্ট সামনে আসার পরেই আদানি গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানিগুলির শেয়ারের দামেও পতন পরিলক্ষিত হয়। এমন পরিস্থিতিতে আদানি গ্রুপের তরফে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তারা এটাও জানায় যে, ব্যক্তিগত লাভের জন্য এহেন নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছে হিন্ডেনবার্গ।

এদিকে এই ঘটনার পর থেকেই আদানি গ্রুপ ড্যামেজ কন্ট্রোলেও তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যেই তারা দ্রুততার সাথে লোনের প্রি-পেমেন্ট করেছে। পাশাপাশি, সংস্থাটি বিনিয়োগকারীদেরকেও আশ্বস্ত করে জানিয়েছে যে তাদের কাছে ফান্ডের অভাব নেই। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি নিজেই বলেছেন যে, আদানি গ্রুপের শেয়ারে বর্তমানে উত্থান-পতন জারি রয়েছে।

এমন পরিস্থিতিতে, তাঁর নজর এখন রয়েছে ব্যবসা সম্প্রসারণের দিকে। এছাড়াও, আদানি গ্রুপ বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টাও করছে। এদিকে, এহেন প্রচেষ্টার পর প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারের দরেও। টানা দ্বিতীয় ব্যবসায়িক দিনে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে। মূলত, আদানি টোটালের শেয়ার ছাড়া প্রতিটি শেয়ারেই বৃদ্ধি দেখা গিয়েছে।

আদানির শেয়ারে উর্ধ্বগতি: আদানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার আজ উর্ধ্বগতির সাথে খুলেছে। পাশাপাশি, আদানি ADANIENT-এর শেয়ার +২.৬৭ শতাংশ বৃদ্ধির সাথে ১,৮২৬.০০ টাকায় খুলেছে। আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের শেয়ার +২.৩৪ শতাংশের দ্রুত রিটার্ন করেছে এবং এই শেয়ারগুলি ৫৮২.৫৫ টাকার স্তরে রয়েছে।

adani profit

পাশাপাশি, আদানি পাওয়ারের শেয়ার ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৭.৯০ টাকায় ট্রেড করছে। আদানি ট্রান্সমিশন লিমিটেডের শেয়ার ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,০৩৭.৪০ টাকায় খুলেছে। এদিকে, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার ৩.৪৪ শতাংশ বৃদ্ধির সাথে ৬৪২.১০ টাকায় ট্রেড করছে। আদানি উইলমার লিমিটেডের শেয়ার ৪.৪৬ শতাংশ বেড়ে ৪১৪.৯৫ টাকা হয়েছে। এছাড়াও, সিমেন্ট কোম্পানি ACC-র শেয়ার প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৮৬৯ টাকার উপরে উঠেছে। পাশাপাশি, অম্বুজ সিমেন্টের শেয়ার ৩৪৭.৬৫ টাকায় পৌঁছেছে। অপরদিকে, এনডিটিভির শেয়ার ৪.৮৪ শতাংশ বেড়ে ২০৬.৭৫ টাকায় পৌঁছেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর