ধোনির জন্য কোন ফেয়ারওয়েল ম্যাচ হবে না, জানালেন প্রাপ্তন IPL চেয়ারম্যান রাজীব শুক্ল

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15 ই আগস্ট সন্ধ্যা 7 টা বেজে 29 মিনিট নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন আগেই, এবার টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

অনেকে দাবি করেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরেই ধোনি ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে না সবাইকে ভুল প্রমাণিত করে গত 15 ই আগস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তারপরই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ধোনিকে সম্মান জানিয়ে রাঁচিতে ধোনির জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচের আবেদন করেছেন বিসিসিআই এর কাছে।

IMG 20200817 123331

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিলেন যেহেতু ধোনি নিজে থেকে বিসিসিআই এর কাছে কোন ফেয়ারওয়েল ম্যাচের জন্য আবেদন করেননি তাই ধোনির জন্য আলাদা করে ফেয়ারওয়েল ম্যাচের কোন প্রশ্নই উঠছে না। অর্থাৎ ধোনির জন্য কোন ফেয়ারওয়েল হবেনা বলেই জানিয়ে ছিলেন তিনি। উল্লেখ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ বীরেন্দ্র শেবাগের মতো প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের জন্যও কোন ফেয়ারওয়েল ম্যাচ হয় নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর