গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, এপ্রিল মাসে বদলে যাচ্ছে এই ১০টি নিয়ম! প্রভাব পড়বে সবার উপর

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ মার্চের (March) অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে এপ্রিল (April) মাস। এদিকে মার্চ মাসের মাধ্যমেই শেষ হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষও। এমতাবস্থায়, নতুন অর্থবর্ষে একাধিক জিনিসের দামের পরিবর্তন সহ বেশ কয়েকটি নতুন নিয়মও প্রযোজ্য হবে। বর্তমান প্রতিবেদনে সেইরকমই ১০ টি পরিবর্তনের প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

১. সোনার অলঙ্কার বিক্রির নিয়মে পরিবর্তন: ইতিমধ্যেই কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক জানিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) ছাড়া সোনার অলঙ্কার বিক্রির অনুমতি দেওয়া হবে না। মূলত, গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই সরকার এহেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

২. জ্বালানির দামে পরিবর্তনের সম্ভাবনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতি মাসের ১ তারিখে পেট্রোল-ডিজেল ও গ্যাসের নতুন দাম জারি করে সরকারি তেল সংস্থাগুলি। এমতাবস্থায়, আগামী মাসের শুরু থেকেই সকলের চোখ থাকবে জ্বালানির দামের হেরফেরের দিকে।

৩. প্যান ও আধার কার্ডের লিঙ্কিং: ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করিয়ে ফেলতে হবে। নাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিকে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আর্থিক লেনদেনের পাশাপাশি আয়কর দাখিলের ক্ষেত্রে অসুবিধে হবে।

৪. এলপিজি ও সিএনজির দামের পরিবর্তন: চলতি মাস অর্থাৎ মার্চ মাসেই এলপিজির দাম বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে আগামী মাসে বাণিজ্যিক ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মেলে নাকি তাতে ফের বাড়তি দাম পরিলক্ষিত হয় সেদিকে নজর রয়েছে সবার।

৫. বিভিন্ন কোম্পানির গাড়ির দাম বৃদ্ধি পাবে: মূলত, ভারত স্টেজ-২ বাস্তবায়নের ফলে, অটোমোবাইল সংস্থাগুলির খরচ বৃদ্ধি পেতে চলেছে। যার ফলে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা এবার গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে বিএমডব্লিউ, টয়োটা, অডি, মার্সিডিজ-বেঞ্জ, টাটা মোটরস ও মারুতি সুজুকির মত সংস্থাগুলি। একলাফে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে গাড়ির দাম। পাশাপাশি, আগামী ১ এপ্রিল থেকেই নতুন রেট কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬. এপ্রিল থেকে ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন প্রয়োজন হবে: ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের আগামী ১ এপ্রিল, ২০২৩-এর আগে তাঁদের নমিনেশন জমা দিতে হবে। এদিকে, এটি না করলে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট ফ্রিজও করা হবে বলে জানা গিয়েছে। SEBI-র সার্কুলার অনুযায়ী, নমিনিকে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত করা প্রয়োজন।

৭. প্রতিবন্ধীদের জন্য Unique Disability ID: ১ এপ্রিল, ২০২৩ থেকে প্রতিবন্ধীদের সরকারি স্কিমগুলির সুবিধার জন্য এবার UDID আবশ্যক করা হয়েছে। পাশাপাশি, সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যাঁদের UDID নেই তাঁদের UDID এনরোলমেন্ট নম্বর সম্পর্কে তথ্য দিতে হবে। যার ফলে তাঁরা ১৭ টি সরকারি প্রকল্পের সুবিধাও নিতে পারবেন।

৮. NSE-র লেনদেনে চার্জ মকুব: মূলত, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) নগদ ইক্যুইটি এবং ফিউচার অপশন সেগমেন্টের ক্ষেত্রে যেকোনো ধরণের লেনদেনের জন্য ৬ শতাংশ চার্জ করা হত। যা আগামী ১ এপ্রিল থেকে প্রত্যাহার করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২১ সালের জানুয়ারিতে, এই ফি শুরু করা হয়েছিল।

rupee money currency notes India GDP 1019x573 1

৯. উচ্চ প্রিমিয়াম সহ বিমা পলিসিতে দিতে হবে কর: আপনি যদি ৫ লক্ষ টাকার বেশি বার্ষিক প্রিমিয়ামের পলিসি কিনতে চান সেক্ষেত্রে কর দিতে হবে। তবে, ULIP প্ল্যান এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

১০. এপ্রিলে এত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক: ইতিমধ্যেই ২০২৩ সালের এপ্রিলে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সেখান থেকে জানা গিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত, বিভিন্ন রাজ্যে সাপ্তাহিক ছুটি এবং উৎসবের কারণে, ব্যাঙ্কে ১৫ দিন ছুটি থাকবে। তাই, ব্যাঙ্ক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে দ্রুত সেরে ফেলুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর