ফের টান পড়বে পকেটে? ১ ফেব্রুয়ারি থেকে বদলে যেতে চলেছে এই ৬ টি নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমরা নতুন বছরের প্রথম মাসের একদম শেষে এসে উপস্থিত হয়েছি। আর মাত্র একদিন পরেই পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি (February) চলে আসবে। এমতাবস্থায়, আগামী মাসে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হতে চলেছে। শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে, ফেব্রুয়ারি মাসের আসন্ন বাজেটে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারেন করদাতারা। এদিকে, আগামী মাসেই প্যাকেজিংয়ের নিয়ম এবং ট্রাফিক আইনেও পরিবর্তন আসছে। এছাড়াও, অন্যান্য মাসের মত ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই নির্ধারণ হতে চলেছে LPG, CNG এবং PNG-র দাম। বর্তমান প্রতিবেদনে চলুন জেনে নিই ঠিক কোন কোন নিয়ম পরিবর্তিত হচ্ছে আগামী মাসে।

১. প্রোডাক্ট প্যাকেজিংয়ের নিয়ম: ১ ফেব্রুয়ারি থেকেই প্রোডাক্ট প্যাকেজিংয়ের নিয়মে পরিবর্তন আসতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, ভোজ্য তেল, ময়দা, বিস্কুট, দুধ ও জল ছাড়াও বেবি ফুড এবং সিমেন্টের ব্যাগের মত মোট ১৯ টি পণ্যের ক্ষেত্রে প্যাকিংয়ের উৎপত্তিস্থল, উৎপাদনের তারিখ এবং ওজন সংক্রান্ত তথ্যের মত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিতে হবে। এইভাবে গ্রাহকেরা ওই প্যাকেজিংয়ের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

২. বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি: আগামী মাসের প্রথম দিনেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট উপস্থাপিত করা হবে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, আসন্ন বাজেটে সরকার ৮০ C-র অধীনে কর ছাড় দিতে পারে। পাশাপাশি, সরকার এই সীমা বাড়িয়ে ১.৫ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকাও করতে পারে।

৩. ট্রাফিক নিয়ম: আগামী ১ ফেব্রুয়ারি থেকেই আরও কঠোর হতে চলেছে ট্রাফিক নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে দিল্লি-এনসিআরে কেউ ট্রাফিক আইন ভাঙলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি চালানের টাকা কেটে নেওয়া হতে পারে। এমনকি, ট্রাফিক আইন না মানলে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। শুধু তাই নয়, কেউ নির্ধারিত লেনের বাইরে গাড়ি চালালে তাঁর লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানা গিয়েছে।

৪. গেমিং সংক্রান্ত নিয়ম: এদিকে, অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নিয়মও আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে। ইতিমধ্যেই ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক এর জন্য খসড়া প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সেলফ রেগুলেটরি বডির সাথে অনলাইন গেমিং কোম্পানিগুলির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, আইটি মন্ত্রকের কাছেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

৫. নির্ধারিত হবে LPG, CNG ও PNG-র দাম: প্রতি মাসের ১ তারিখে এই দামগুলি নির্ধারিত হয়। এমতাবস্থায়, গত মাসের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে, কোম্পানিগুলি এই দাম বাড়িয়েছে।

rupee money currency notes India GDP 1019x573 1

৬. টাটার গাড়ির দাম বৃদ্ধি পাবে: এদিকে, টাটা মোটরস ঘোষণা করেছে যে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে তাদের আইসিই চালিত যাত্রীবাহী যানবাহনের দাম বৃদ্ধি পাবে। এমতাবস্থায়, এই বৃদ্ধির হার ১.২ শতাংশ পর্যন্ত হতে পারে। উল্লেখ্য যে, টাটা মোটরসের কাছে টাটা নেক্সন, টাটা সাফারি, টাটা পাঞ্চ এবং টাটা টিয়েগোর মত একাধিক জনপ্রিয় গাড়ির সম্ভার রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর