কম টাকায় মিলবে সবথেকে বেশী সুদ, ভারত সরকারের এই ৩ টি স্কিমে আজই করুন বিনিয়োগ

বাংলাহান্ট ডেস্ক: আপনিও কি অল্প ঝুঁকি নিয়ে মোটা অঙ্কের সুদ পেতে চান? অনেকেই ব্যাঙ্কে জমানো টাকা থেকে মোটা অঙ্কের সুদ পেতে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন। এখন অনেক ছোট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর চড়া সুদ দিচ্ছে। কিন্তু অনেক মানুষই আবার সেই স্কিমে টাকা জমাতে চান না। এই প্রতিবেদনে আপনাকে জানাবো এমন কয়েকটি স্কিমের ব্যাপারে যেখানে টাকা বিনিয়োগ করলে আপনি ব্যাঙ্কের থেকেও চড়া সুদ পাবেন।

জানিয়ে রাখি, ভারত সরকার মানুষের থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ নিয়ে মোটা অঙ্কের সুদ প্রদান করে। এর জন্য সরকারের তরফে সময়ে সময়ে বন্ড (Government Bonds) জারি করা হয়। সেই বন্ডে বিনিয়োগ করলে ৬ থেকে ৯ শতাংশ অবধি হারে সুদ পাওয়া যায়। যদিও,  ফিক্সড ডিপোজিটের থেকে বন্ডে ন্যূনতম বিনিয়োগের অঙ্কটা একটি বেশি। তাও তুলনায় বন্ড বেশি নিরাপদ। তাই কম ঝুঁকিতে ভাল বিনিয়োগ করতে জেনে নিন সরকারি বন্ডের ব্যাপারে।

Government Bonds going up

ফিক্সড রেট বন্ড

একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে এই বন্ড জারি করা হয়। সুদের হার আগে থেকেই জানানো হয় বিনিয়োগকারীদের। বাজার উপর-নীচে গেলেও এই বন্ডে তার কোনও প্রভাব পড়ে না। নির্দিষ্ট সুদের হারেই বিনিয়োগকারীদের রিটার্ন দিতে থাকে। সাধারণত ৭ থেকে ৯ শতাংশ হারে রিটার্ন দেয় এই বন্ডগুলি।

সভারেন গোল্ড বন্ড

দোকানে গিয়ে সোনা কিনে তা ঘরে ফেলে রাখলে কোনও রিটার্ন পাওয়া যায় না। এর সবচেয়ে কার্যকর বিকল্প হল সভারেন গোল্ড বন্ড। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সোনার দামে প্রভাব ফেলতে বাধ্য। আসল সোনা অবমূল্যায়নের মধ্য দিয়েও যাবে। তবে সভারেন গোল্ড বন্ডে বিনিয়োগ করলে বাজারে সোনার দর উঠলে বিনিয়োগকারীও এর সুবিধা ভোগ করবেন। এছাড়াও সরকার বিনিয়োগকারীদের সুদও দেয়। সবচেয়ে মজাদার বিষয় হল, এতেও ঝুঁকি খুবই সামান্য।

Government Bonds

৭.৭৫% ভারত সরকারের সেভিংস বন্ড

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, এই বন্ড ৭.৭৫ শতাংশ সুদের হার দেবে বিনিয়োগকারীদের। এতে বিনিয়োগ করতে আপনাকে দিতে হবে ন্যূনতম এক হাজার টাকা। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী এই বন্ডের উপর কর বসানো হয়।

তাই আপনিও নিরাপদে বিনিয়োগ করতে চাইলে এই বন্ডগুলির ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর