বিশ্বের সব চেয়ে বেশী মুসলিমের আবাসস্থল এই দেশের নোটে বিরাজ করেন সিদ্ধিদাতা গণেশ 

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের সব চেয়ে বেশি মুসলিম থাকেন কোন দেশে? এর উত্তরে অনেকেই বলবেন পাকিস্তান বা সৌদি আরব। কিন্তু না সৌদি আরব বিশ্বের মুসলিম বসবাসকারী দেশের তালিকায় প্রথম তিনেও নেই। পড়শি দেশ পাকিস্তানও রয়েছে তিন নম্বরে। বিশ্বের সব চেয়ে বেশি মুসলিম বাস করে ইন্দোনেশিয়ায়। ২০১০ সালের হিসেব অনুযায়ী, ২০৯ মিলিয়ন মুসলিমদের আবাস স্থল এই দেশ। কিন্তু জানেন কি এই দেশের টাকায় বিরাজ করেন হিন্দু দেবতা গনেশ।

images 86 2
ইন্দোনেশিয়ার ২০ হাজার টাকার নোটের উভয় দিকের ছবি

ইন্দোনেশিয়ার ২০ হাজার টাকার নোটে রয়েছে বিঘ্ননাশক পার্বতীনন্দন। হ্যাঁ, ভারত নেপালের মত হিন্দুপ্রধান রাষ্ট্র নয়। বিশ্বের সব চেয়ে বেশী মুসলিম ধর্মাবলম্বী যে দেশে থাকে সেই দেশের মুদ্রায় সিদ্ধিদাতা। ভগবান গণেশের চিত্রটি ২০ হাজার টাকার নোটে হাজর দেওয়ানতারার পাশেই খোদাই করা হয়েছে – হাজার দেওয়ানতারা ইন্দোনেশিয়ার একজন প্রখ্যাত স্বাধীনতা কর্মী। নোটের পিছনে একটি শ্রেণিকক্ষের একটি ছবিও ছাপা রয়েছে।

images 87 2
রাজধানীর জাকার্তা স্কোয়ারে অর্জুন বিজয় মূর্তি

ইন্দোনেশিয়ার জনসংখ্যার ৮৭.২ শতাংশ মুসলিম এবং মাত্র ১.৭ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। মুসলিম প্রধান দেশের নোটে গণেশের ছবি অনেককে অবাক করে দিয়েছে। জানিয়ে রাখি, ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ প্রথম শতাব্দী থেকেই হিন্দু ধর্মের প্রভাবে ছিল। বর্তমান ইন্দোনেশিয়ান সংস্কৃতিতেও হিন্দু ধর্মের বিরাট প্রভাব রয়েছে।

images 90 3

একই সাথে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা চত্বরে অর্জুন বিজয়া মূর্তি একটি ঐতিহাসিক নিদর্শন এবং হনুমান ইন্দোনেশিয়ার সামরিক গোয়েন্দাদের সরকারী মাস্কট। পাশাপাশি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে লোগো হিসাবেও গণেশের ছবি ব্যাবহার করা হয়।

 

 

সম্পর্কিত খবর