ধসের মুখেও লাভ দিয়েছে এই সব শেয়ারগুলি, ১ লক্ষ বিনিয়োগ করলে ১০ বছরেই হতে পারতেন কোটিপতি

   

বাংলাহান্ট ডেস্ক: কম টাকা বিনিয়োগ করে ব্যাপক রিটার্ন পেতে চান না, এমন বিনিয়োগকারী দেখা যায় না। ঠিক এই কারণে প্রচুর সংখ্যক মানুষের প্রথম পছন্দ শেয়ার বাজার (Share Market)। এখানে বিনিয়োগ করে সকলে লাভের মুখ দেখতে চাইলেও ইদানিং বাজার থেকে খুব একটা লাভ করতে পারছেন না বিনিয়োগকারীরা। কারণ, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত অব্যাহত। 

ধস নেমে গিয়েছে একাধিক কোম্পানির শেয়ারে। তবে এমন পরিস্থিতিতেও এমন কিছু শেয়ার রয়েছে যেগুলি বেশ লাভের মুখ দেখাচ্ছে বিনিয়োগকারীদের। তাই এগুলি তাদের ফেভারিট। এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো এমন কয়েকটি শেয়ারের ব্যাপারে যেখানে বিনিয়োগ করলে আপনিও লাভ করতে পারবেন। 

এইসব শেয়ারে ১০ বছর আগে বিনিয়োগকারীরা মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তারা এখন কোটিপতি হয়ে গিয়েছেন। অ্যাস্ট্রাল পাইপস থেকে শুরু করে বাজাজ ফিনসার্ভ, বা অবন্তী ফিডস লিমিটেড, এই কোম্পানিগুলির শেয়ারের মূল্য এতটাই বেড়ে গিয়েছে, জানলে আপনি চমকে যাবেন। 

যেমন ধরুন অ্যাস্ট্রাল পাইপসে ১০ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে বর্তমানে তার বাজারমূল্য বেড়ে হত ১.৯৯ কোটি টাকা (1.99 Crore Indian Rupees)। বাজাজ ফিনসার্ভের ১ লক্ষ টাকার শেয়ার মূল্য বেড়ে হয়েছে ২.১ কোটি টাকা। একইভাবে অবন্তী ফিডস লিমিটেডের শেয়ারের দাম বেড়ে ৩.২ কোটি টাকা হয়েছে। 

তবে এই কয়েকটি সংস্থাই নয়, তালিকায় রয়েছে আরও কয়েকটি সংস্থা। যেমন হিন্দুস্তান ফুডসের শেয়ার ১০ বছরে প্রায় ৪৩৭৩৮ শতাংশ  রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখানে ১০ বছর আগে যারা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, তারা বর্তমানে ৪.৩৮ টাকার মুনাফা পেয়েছেন। 

অন্যদিকে জিআরএম ওভারসিজের শেয়ার ১০ বছরে প্রায় ১৮৯০২ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ ১০ বছরে বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ১.৯৭ কোটি টাকা। ফিনোটেক্স কেমের শেয়ারের ক্ষেত্রে ১০ বছরের রিটার্ন প্রায় ১৬১৯০ শতাংশ। এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকা বেড়ে ১.৬৩ কোটি টাকা হয়ে গিয়েছে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর